• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:২৫    ঢাকা সময়: ১৭:২৫

জিতের সঙ্গে রুক্মিণী

দেশকন্ঠ প্রতিবেদন : দেব ও রুক্মিণী মৈত্রর প্রেমের সম্পর্ক এবং একত্রবাস সবার জানা। সচরাচর দেব প্রযোজিত ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় রুক্মিণীকে। এবার কি তবে ছন্দপতন ঘটল! দেবকে ছেড়ে জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রুক্মিণী। অন্তত টলিউডপাড়ার অন্দরের খবর এমনটাই বলছে। সবেমাত্র ‘বিনোদিনী’র শুট শেষ করেছেন। আপাতত মালদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত রুক্মিণী। শোনা যাচ্ছে, এবার নাকি তিনি জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন। তবে ঠিক কোন ছবিতে তারা একসঙ্গে কাজ করতে চলেছেন, তা নিয়ে অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি। এ ব্যাপারে জিতের প্রযোজনা সংস্থা কিংবা রুক্মিণী, কারোর পক্ষ থেকেই কিছু খোলাসা করা হয়নি।
 
এর আগে অবশ্য জিতের প্রযোজনা সংস্থার ‘সুইজারল্যান্ড’ ছবিতে কাজ করেছেন রুক্মিণী। যদিও সেই ছবিতে জিৎ নয় রুক্মিণী অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে। তবে এবার শোনা যাচ্ছে জিতের প্রযোজনা সংস্থার ছবিতে তার বিপরীতেই কাজ করতে চলেছেন রুক্মিণী। প্রসঙ্গত, আসন্ন রোজার ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে জিতের ছবি ‘চেঙ্গিজ’। শুধু বাংলা নয়, হিন্দিতেও মুক্তি পাবে এই ছবি। ১৯৭০-১৯৯০ সালের মাঝামাঝি কলকাতা আন্ডারওয়ার্ল্ডের দাপটের গল্পই উঠে আসবে ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। এতে জিৎ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, রোহিত রায়, শতাফ ফিগার প্রমুখ।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।