• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২০:৩৬    ঢাকা সময়: ০৬:৩৬

আজ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশকন্ঠ প্রতিবেদন : গ্যাস-বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে আজ সারা দেশে জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি করবে বিএনপি। আর রাজধানীতে যুগপৎ আন্দোলন অংশ হিসেবে বিরোধী জোটগুলো এই কর্মসূচি পালন করবে। তবে গত ডিসেম্বর থেকে বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করে আসা গণতন্ত্র মঞ্চ জোটগতভাবে আজকের এই কর্মসূচি পালন করছে না। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে শনিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়,  যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় ১২ দলীয় জোটের ব্যানারে বিজয় নগর পানির ট্যাংকের সামনে এই কর্মসূচি পালন করা হবে। এছাড়া লেবার পার্টি জাতীয় প্রেসক্লাবে সামনে ১১টা থেকে ১২ টা পর্যন্ত, সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি পল্টন মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত, গণ অধিকার পরিষদ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, এলডিপি কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে বিকেল ৩টা থেকে এবং গণফোরাম মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে বিকেল ৪ থেকে ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে।
 
গণতন্ত্রের মঞ্চ সূত্রে জানা গেছে, রমজানের মধ্যে যুগপৎ আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা দেওয়ার আগে বিএনপির পক্ষে থেকে তাদের জানানো হয়নি। এমনকি কর্মসূচি ঘোষণার আগে গণতন্ত্র মঞ্চের সঙ্গে কোনো আলোচনা করেনি বিএনপি। এই কারণে আজকের কর্মসূচি জোটগতভাবে পালন করবে না গণতন্ত্র মঞ্চ। বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের দূরত্ব মেটানোর জন্য রোববার বৈঠকে ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মঞ্চের পক্ষে থেকে আজ কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। আমরা আগামী ৩ তারিখ কর্মসূচি পালন করব।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।