• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৪৭    ঢাকা সময়: ২১:৪৭

আম্বানির অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে চমকে দিলেন শাহরুখ খান

  • বিনোদন       
  • ০২ এপ্রিল, ২০২৩       
  • ৬৮
  •       
  • ০০:০৬:৫৮

দেশকন্ঠ ডেস্ক : শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তৈরি নীতা আম্বানির নতুন সেন্টারে গত দুই দিন ধরে চলছে বলিউড ও হলিউডের বড় বড় সব তারকার মিলনমেলা। ৩১ মার্চ, 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জিজি হাদিদ থেকে টম হল্যান্ড, জেনডায়া থেকে সালমান-প্রিয়াঙ্কা-নিক জোনাস-করিনা-কারিষ্মাসহ আরও অনেক তারকা। যাদের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত থেকেও ফ্রেমবন্দি হননি বলিউড বাদশাহ শাহরুখ খান। এমনকি গোপন রাখা হয় শাহরুখের পারফর্ম করার কথাও।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানের দ্বিতীয় দিন শাহরুখ খান শুধু উপস্থিতই ছিলেন না,  পাঠানের টাইটেল ট্র্যাকে অসাধারণ পারফর্ম করে মঞ্চও মাতিয়েছেন। তবে তার এই পারফরমেন্স গোপন রাখা হয়েছিলো উপস্থিত সবাইকে চমকে দিতে। 'ঝুমে জো পাঠানে' একা নাচেননি কিং খান, তার সঙ্গে পা মেলান বলিউডের অন্য দুই স্টার আইকন বরুণ ধাওয়ান ও রণবীর সিং।

এদিকে হিন্দুস্থান টাইমস বাংলা জানিয়েছে, এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন নীতা আম্বানি নিজেও। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার-এর অফিসিয়াল পেজের পোস্টে দেখা  করা নীতার লাল রঙা লেহেঙ্গায় রাম-বন্দনা রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যায় শ্রেয়া ঘোষালের কন্ঠে  ‘রঘুপতি রাঘব রাজা রাম..’ গানটিতে নীতার সে  নাচ  মন কেড়েছে  লাখো ভক্তের ।
দেশকন্ঠ /এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।