• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২৩:৩৫    ঢাকা সময়: ০৯:৩৫

উদ্বোধন হলো হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টার

দেশকন্ঠ প্রতিবেদন : গাড়িপ্রেমীদের জন্য ফেয়ার টেকনোলজি এবার উদ্বোধন করল হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টার। এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে ক্রেতা ও দর্শকরা হুন্দাইয়ের সর্বশেষ মডেল, আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন। রোববার (২ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে এক্সপেরিয়েন্স সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফেয়ার টেকনোলজির ডিরেক্টর মুতাসিম দাইয়ান বলেন, হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টার চালু করতে পেরে সত্যিই আনন্দিত। এখানে আপনাদের জন্য থাকবে বেশ কিছু এক্সাইটিং অফার। গাড়ি ক্রয়ের আগে আপনি দেখে নিতে পারবেন আপনার পছন্দের গাড়িটি। আমাদের রয়েছে অভিজ্ঞ টিম, যারা আপনাদের যেকোনো তথ্য ও সহায়তা দিয়ে আপনার হাতে আপনার গাড়ি পৌঁছে দেবে।
 
এ সময় সবার উপস্থিতিতে হুন্দাই ক্রেটা গ্র্যান্ড ২০২৩ এর নতুন মূল্য ঘোষণা দেন ফেয়ার টেকনোলজির ডিরেক্টর মুতাসিম দাইয়ান। গাড়িটির দাম নির্ধারণ করা হয় ৪৪ লাখ ৫০ হাজার টাকা। একই সাথে ক্রেতারা পাবেন ৫ বছরের ওয়ারেন্টি ও ৬০ শতাংশ পর্যন্ত বাই ব্যাক সুবিধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা তারেক আনাম খান ও নিমা রহমান, গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, ফেয়ার গ্রুপের ফেয়ার গ্রুপের কমিউনিকেশন হেড হাসনাইন খুরশিদ, হেড অফ মার্কেটিং জেএম তাসলিম কবীর, ফেয়ার টেকনোলজির হেড অফ সেলস আবু নাসের মাহমুদ এবং ফেয়ার টেকনোলজি ও ফেয়ার গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।