• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৪২    ঢাকা সময়: ১৩:৪২
বিশ্বব্যাপী আলোচনা-কৌতুহল

ট্রাম্পের আদালতে আত্মসমর্পণ পরে জামিনে মুক্ত

দেশকণ্ঠ প্রতিনিধি, নিউইর্য়ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন এক ঘটনা প্রত্যক্ষ করেছে মার্কিনীরা, একইসঙ্গে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি ফৌজদারী মামলায় আদলতে আত্মসমর্পণ করতে হয়েছে, অর্থাৎ আইনী প্রক্রিয়ায় তিনি গ্রেপ্তার হয়েছেন। এরপর আদালত থেকে জামিন লাভ করে ফিরে গেছেন তিনি। গত মঙ্গলবার এই ঐতিহাসিক ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ব্যাপক কৌতুহল ছিল। আলোচনাও ছিল সর্বত্র। কারণ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসাবে ফৌজদারী মামলার আসামী হিসাবে কী হতে পারে-এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা ছিল। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মানুষদের মধ্যে টেনশনও তৈরি হয়েছিলে। বিশেষ করে নিউইয়র্ক শহরে থমথমে অবস্থা বিরাজ করছিল। 
 
নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে আত্মসমর্পণ করে ফৌজদারি অপরাধের অভিযোগের শুনানিতে হাজির হয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ অস্বীকার করেছেন। এদিন আদালতে শুনানি শেষে তাঁকে মুক্তি দেওয়া হয় এবং তিনি ফ্লোরিডার উদ্দেশে রওনা দেন। আদালতে শুনানি শেষে ট্রাম্পের এক আইনজীবী বলেছেন, ‘দেশে আইনের শাসন এখন মৃত।’
 
 
এদিন ম্যানহাটান আদালতে পৌঁছানোর পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। নেওয়া হয় পুলিশ হেফাজতে। পরে আদালতে শুনানির সময় ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ পড়ে শোনানো হয়। মুক্তির পর আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। ট্রাম্পের এই আইনজীবী বলেন, ‘কেউ আইনের উর্ধ্বে নয়। আবার আইনে সবার সমান অধিকার রয়েছে। আর অভিযুক্ত ব্যক্তি যদি ট্রাম্প না হতেন, তাহলে আমাদের এখানে উপস্থিত থাকার কোনো কারণ থাকত না।’
 
এ সময় গ্রেপ্তারের পর ট্রাম্পের আঙুলের ছাপ নেওয়া হয়েছিল কি না বা তাঁর ছবি তোলা হয়েছিল কি না তা আইনজীবী জো টাকোপিনার কাছে জানতে চান সাংবাদিকেরা। এ প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি ট্রাম্প। এ খবর দিয়েছে সিএনএন। মামলার পরবর্তী শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। 
 
উল্লেখ্য, মুখ না খোলার জন্য সাবেক পর্নতারকা স্টরমি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অর্থ দিয়েছিলেন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শেষ দিকে। তবে নিজের আয়কর বিবরণীতে ওই তথ্য উল্লেখ করেননি ধনকুবের ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি অপরাধ ঢাকতে আয়কর বিবরণীতে তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেছেন নিউইয়র্কের প্রসিকিউটরেরা।
দেশকণ্ঠ/রাসু

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।