• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:০৭    ঢাকা সময়: ১৪:০৭
ডোনাল্ড ট্রাম্প তাঁর ব্যক্তিগত উড়োজাহাজ

নাম ‘ট্রাম্প ফোর্স ওয়ান’

দেশকন্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ এপ্রিল আদালতে হাজির হতে ফ্লোরিডা থেকে তাঁর ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে গিয়েছিলেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তাঁর উড়োজাহাজটির নাম দিয়েছেন ‘ট্রাম্প ফোর্স ওয়ান’। বোয়িং-৭৫৭ মডেলের উড়োজাহাজটি ২০১১ সালে কেনেন ট্রাম্প। তখন উড়োজাহাজটির দাম ১০ কোটি মার্কিন ডলার পড়েছিল বলে জানা যায়।
 
সম্পর্ক নিয়ে মুখ না খুলতে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়াসংক্রান্ত মামলায় গতকাল ট্রাম্প নিউইয়র্কের ম্যানহাটন আদালতে হাজির হয়েছিলেন। তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের কিছুক্ষণ পর মুক্তি দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ আদালতে অস্বীকার করেছেন তিনি। আদালত এই মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আগামী ৪ ডিসেম্বর। সেদিনও তাঁকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন আদালত।
 
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ট্রাম্পের উড়োজাহাজটি সংস্কার করা হয়েছে। উড়োজাহাজে নতুন রং করা হয়েছে। বড় সোনালি হরফে উড়োজাহাজের সামনের দিকে ট্রাম্পের নাম লেখা হয়েছে।
 
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটিতে লেখা ‘ট্রাম্প’ নামটি চোখে পড়ার মতো। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছর পর ট্রাম্পের ব্যক্তিগত উড়োজাহাজটি নতুন রূপে তাঁকে নিয়ে আকাশে উড়ল। প্রায় এক বছর ধরে উড়োজাহাজটির সংস্কার-রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে। এটি ট্রাম্পের প্রিয় উড়োজাহাজ।
 
৪৩ আসনের উড়োজাহাজটিতে বিলাসবহুল শয়নকক্ষ, অতিথিকক্ষ, লাউঞ্জ, থিয়েটার সিস্টেম, রান্নাঘর, খাবার খাওয়ার স্থান, শৌচাগার প্রভৃতি আছে। উড়োজাহাজটির সিটবেল্টগুলোতে সোনার প্রলেপ দেওয়া। ২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময় উড়োজাহাজটি বহুল পরিচিতি পায়।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।