দেশকন্ঠ ডেস্ক : শিশু শিল্পী থেকে এখন পুরোদস্তর নায়িকা। এরই মধ্যে সিনেমা, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে তার কাজ প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘মার্ডার ৯০’ শিরোনামের ওয়েব ফিল্মে যুক্ত হলেন।নব্বই দশকের আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে ‘মার্ডার ৯০’।ওয়েব ফিল্মটিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দীঘি ও খাইরুল বাসার। ৫ এপ্রিল বুধবার সকালে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে এই ওয়েব ফিল্মের শুটিং। সৈয়দ আশিক রহমানের গল্প ভাবনা এবং মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ।
ওয়েব ফিল্মটি নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, গল্প ৯০ দশকের একটা আলোচিত খুনের ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই রোমহর্ষক খুনের আসামিকে নানান নাটকীয়তায় খুঁজে বের করা হয়। ওই সময়ের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দ্বগুলো এ গল্পে তুলে আনার চেষ্টা করবো।
দীঘি বলেন, আরটিভির সঙ্গে এটা আমার দ্বিতীয় প্রজেক্ট। ভালো লাগছে এই ভেবে, পরপর দুটি প্রজেক্ট করছি। তবে কাজটি আমার জন্য একেবারেই রোমাঞ্চকর। কারণ গল্পটা হচ্ছে ক্রাইম থ্রিলার। তারচেয়ে বড় কারণ, ইউনিটের বেশিরভাগ মানুষের সঙ্গেই আমার প্রথম কাজ হতে যাচ্ছে। ‘মার্ডার ৯০’ আসছে ঈদে আরটিভি প্লাস নামের ওটিটি প্ল্যাটফর্মে প্রচার করা হবে বলে জানান এর নির্মাতা।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।