• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:০৪    ঢাকা সময়: ২২:০৪

বৃদ্ধ বয়সেও শাহরুখের সঙ্গে রোমান্স করতে চান রানি

  • বিনোদন       
  • ০৬ এপ্রিল, ২০২৩       
  • ৬৮
  •       
  • ২৩:০১:২৮

দেশকন্ঠ ডেস্ক : বলিউডের পর্দার অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ-রানি মুখার্জিকে শেষবার একসঙ্গে রোমান্স করতে দেখা গিয়েছিলো ‘কাভি আলবিদা না কেহনা’ সিনেমায়। কিং খানের সঙ্গে পর্দায় ১৭ বছর আগের করা সেই রোমান্স এখনো মিস করেন রানি। অকপটে স্বীকার করে জানিয়েও দিলেন সবাইকে যে, বৃদ্ধ হয়ে গেলেও তিনি শাহরুখের সঙ্গে রোমান্স করতে চান।

সম্প্রতি মুক্তি পেয়েছে রানি অভিনীত নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হওয়া এই সিনেমাতে একজন বাঙালি মায়ের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। সম্প্রতি সেই সিনেমার সাফল্য ভাগ করে নিতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। আর সেখানেই ফের উঠে এলো শাহরুখ প্রসঙ্গ।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেছেন, 'শাহরুখ কিং অব রোমান্স। ওর সঙ্গে অনেক বছর কাজ করিনি। শাহরুখের সঙ্গে খুব বেশি সিনেমাতে অভিনয় করতে পারিনি, এটা আমার আক্ষেপ। আমি তো চাইবো ৮০ বছরের বুড়ি হয়ে গেলেও যেনো আমি শাহরুখের সঙ্গে সিনেমায় রোমান্স করতে পারি। এর থেকে ভালো আর কিবা হতে পারে।'

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, রানির নতুন সিনেমা মুক্তির সময় শাহরুখ খান টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রীকে। সেখানে ‘মিসেস চ্যাটার্জি’র সাফল্য কামনা করে বলিউডের বাদশা লিখেছিলেন, 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা! আমার রানি মূল চরিত্রে একদম জ্বলজ্বল করছেন, যা কেবল একজন রানিই পারেন। পরিচালক অসীম সংবেদনশীলতার সঙ্গে একজন মায়ের সংগ্রাম দেখিয়েছেন। জিম সার্ভ, অনির্বাণ, সৌম্য মুখার্জি, সকলেই অসাধারণ! ‘অবশ্যই দেখা উচিত’-এর তালিকায় এই সিনেমা।'

এদিকে কেবল শাহরুখ খান নন, করণ জোহরও আবেগে ভেসেছেন এ সিনেমায় অভিনেত্রীর অভিনয় দেখে। তিনি বলেছেন— এটাই তার ক্যারিয়ারে সেরা সাফল্য। অন্যদিকে আদিত্য চোপড়া নিজেও তার স্ত্রীর অভিনয়ে অভিভূত হয়েছেন। এ সিনেমা মুক্তির পর একাধিক সাক্ষাৎকার দিয়েছেন রানি মুখার্জি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।