• রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৯:৪১    ঢাকা সময়: ০৫:৪১

চিনির দাম কেজিতে কমলো ৩ টাকা

  • বাণিজ্য       
  • ০৬ এপ্রিল, ২০২৩       
  • ৩৫
  •       
  • ০০:২৩:৫২

দেশকন্ঠ  ডেস্ক : সরকার চিনির দাম কেজিতে ৩ টাকা হ্রাস করেছে। নির্ধারিত নতুন মূল্যে পরিশোধিত খোলা চিনির কেজি ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৯ টাকা। নতুন এই দাম আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞপান জারি করেছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সুপারিশের আলোকে পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে। গত ১৯ মার্চ অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে ট্যারিফ কমিশন এই সুপারিশ করে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানিকৃত অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করে। এছাড়া চিনি আমদানিতে নিয়ন্ত্রক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মূলত শুল্ক কমানোর প্রভাবকে বিচেনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।এর আগে গত ১ ফেব্রুয়ারি পরিশোধিত খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।