• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৬:২৫    ঢাকা সময়: ০২:২৫

বেশি দামে ঈদের পোশাক বিক্রি ৩ ব‍্যবসায়ীকে জরিমানা

দেশকন্ঠ প্রতিবেদন : মাদারীপুরে ৩টি প্রতিষ্ঠানে বেশি দামে পোশাক বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে। রোববার (৯ এপ্রিল) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।   
 
জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, মাহে রমজান উপলক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার। এরই পরিপ্রেক্ষিতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়। তবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২টি প্রতিষ্ঠান (কাজী সু স্টোর ও বীথি ফ্যাশন) এবং ধার্যকৃত মূল্যের বেশি ও এক পোশাকে অন্য পোশাকের নাম লিখে বিক্রি করার দায়ে পালকি বস্ত্রালয়কে জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানে মোট ৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। তাদেরসহ অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।