• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৮:৩৫    ঢাকা সময়: ০৪:৩৫

বাটা জুতায় বেশি দামের স্টিকার

দেশকন্ঠ প্রতিবেদন : ঈদকে ঘিরে জমতে শুরু করেছে বিপণি বিতানগুলো। ধীরে ধীরে বাড়ছে ক্রেতা। আর এর সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে ইচ্ছামতো মূল্য বসিয়ে একই থ্রিপিস বিক্রি হচ্ছে আলাদা দামে। এছাড়াও বাটা জুতায় মূল্য টেম্পারিং করে নিজেদের মতো দাম বসিয়ে বিক্রি করায় এবং পণ্যে মূল্য তালিকা না থাকার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিবদপ্তর। সোমবার (১০ এপ্রিল) বিকেলে জেলার উল্লাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
 
হাসান আল মারুফ বলেন, একই থ্রি-পিসের দুই মূল্য চাওয়ায় সিহাব বস্ত্রালয়কে ৫ হাজার, বাটা জুতার মূল্য টেম্পারিং করে নিজেদের মতো দাম বসানোয় পাপিয়া সুজকে ৫ হাজার ও বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার এবং সর্বোচ্চ খুচরা ও বিক্রয় মূল্য না থাকায় দত্ত অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।