দেশকন্ঠ প্রতিবেদন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। এনবিসির টকশো অনুষ্ঠান এনবিসি টুডেকে দেওয়া সেই সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমি নির্বাচনে দাঁড়ানের পরিকল্পনা করছি….তবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি দিতে আরও খানিকটা সময় অপেক্ষা করতে চাইছি আমরা।’ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ অর্থাৎ আট বছর দেশের প্রেসিডেন্ট থাকতে পারবেন। তবে প্রথম মেয়াদ পূর্ণ করার পর পরবর্তী মেয়াদে যেতে হলে অবশ্যই তাকে নির্বাচনে জিততে হবে।
ক্ষমতার প্রথম মেয়াদ পূর্ণ করে কোনো প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা— সেই সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউসের উপদেষ্টা পরিষদ। তবে এটি আনুষ্ঠানিকতা মাত্র। মূল সিদ্ধান্ত নেন আসলে প্রেসিডেন্ট নিজে। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে জিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন জো বাইডেন। এই জয়ের মাধ্যমে সবচেয়ে বেশি বয়সে দেশের প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড করেন তিনি। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৪ সালে। এখন জো বাইডেনের বয়স এখন ৭৮ বছর; আগামী ২০২৪ সালের নির্বাচনের সময় তার বয়স হবে ৮০ বছর। বয়সজনিত কারণে তার দল ডেমোক্রেটিক পার্টির অনেকেই বাইডেনকে নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে নিরুৎসাহিত করছেন বলে জানা গেছে। তবে বাইডেনের স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডে জিল বাইডেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চান— তার স্বামী ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করুন। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের রানিংমেট ছিলেন কমলা হ্যারিস, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। দলীয় সূত্রে জানা গেছে, যদি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা করেন বাইডেন, সেক্ষেত্রে সেবারও রানিংমেট হিসেবে আসবেন কমলা হ্যারিস।
দেশকন্ঠ/অআ