• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:৩১    ঢাকা সময়: ১৪:৩১

জয়পুরহাটে ২৫৮ জন শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহার ট্যাব

  • শিক্ষা       
  • ১১ এপ্রিল, ২০২৩       
  • ৫৩
  •       
  • ২৩:২৩:২৮

দেশকন্ঠ  প্রতিবেদক :  জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের অধীন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জয়পুরহাট সদরের সরকারী ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের সরকারি মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণীর ২ শ ৫৮ জন শিক্ষার্থী পেল ট্যাব।জয়পুরহাট সদর উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস আয়োজিত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদু।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথি, জয়পুরহাট পরিসংখ্যান ব্্ুযারোর উপপরিচালক নুরুল ইসলাম প্রমূখ।আলোচনা শেষে জয়পুরহাট সদর উপজেলার ৪৩ টি সরকারি ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের সরকারি মাদ্রাসার ২৫৮ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব প্রদান করেন প্রধান অতিথি এডভোকেট সামছুল আলম দুদু।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।