• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৪:৪৬    ঢাকা সময়: ০০:৪৬

শপিং মলে জমে উঠেছে ঈদের কেনাকাটা

দেশকন্ঠ প্রতিবেদন : ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে কেনাকাটা। রাজধানীর বিভিন্ন শপিং মল ও মার্কেটে এখন সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। তাই ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। বুধবার (১২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, মেট্রো শপিং মল ও সীমান্ত স্কয়ার শপিং মল ঘুরে দেখা যায়, এসব শপিং মলের বিভিন্ন ব্র্যান্ডের এবং নন ব্র্যান্ডের দোকান ঘুরে ঘুরে ক্রেতারা জুতা ও কাপড়সহ নানা ধরনের পণ্য কিনছেন। কেউ এসেছেন বন্ধুবান্ধবসহ আবার কেউ এসেছেন পরিবারের সঙ্গে। শপিং মলগুলোর বিভিন্ন ফ্লোরে থাকা দোকানগুলো ঘুরে ঘুরে ঈদ শপিং করছেন ক্রেতারা।
 
অন্যদিকে দেখা যায়, ঈদ কেন্দ্রিক ক্রেতা আগমনের উপলক্ষ্যে ব্যবসায়ীরা নানা রঙের ও ডিজাইনের পোশাকে তাদের দোকান সাজিয়েছেন। ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্য কোনো কমতি রাখছেন না তারা।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।