• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:২৩    ঢাকা সময়: ০৩:২৩

চাঁদরাতে নতুন গান নিয়ে আসছেন জেমস

  • বিনোদন       
  • ১৫ এপ্রিল, ২০২৩       
  • ৭১
  •       
  • ১০:৩১:২৯

দেশকন্ঠ প্রতিবেদন : মাহফুজ আনাম জেমস মানেই ভক্ত-শ্রোতাদের জন্য বাড়তি উন্মাদনা। সেই উন্মাদনাকে আরেকটু বাড়িয়ে দিতে এবং এবারের ঈদটাকে বিশেষভাবে রাঙিয়ে তুলতে নতুন গান নিয়ে চাঁদরাতে হাজির হবেন তিনি। গানটি মুক্তি পাবে ‘বসুন্ধরা ডিজিটাল’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে। ‘বসুন্ধরা ডিজিটাল’ তাদের ফেসবুকে গানের পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানায়, চাঁদরাতে আবার নতুন গান নিয়ে আসছেন গুরু। তবে গানের শিরোনাম কী হবে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি তারা। জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘গত বছরের রোজার ঈদের মতোই এবারের গানটি জেমসের ভক্তদের জন্য ঈদ উপহার। আগামী ১৭ এপ্রিল সংবাদ সম্মেলনে বাকি তথ্য জানানো হবে। আশা করি, জেমসের ভক্তরা গানটি গ্রহণ করবেন।’
 
সর্বশেষ জেমসের মৌলিক গান প্রকাশ পেয়েছিল গেল বছর ঈদুল ফিতরের চাঁদরাতে। সেসময় ‘বসুন্ধরা ডিজিটাল’ ইউটিউব চ্যানেল থেকে ‘আই লাভ ইউ’ শিরোনামে গানটি রিলিজ পায়। গতবারের মতো এবারও ভক্তদের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হচ্ছেন এই রকস্টার। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য- ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমনি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও দর্শক মাতিয়েছেন জেমস। পুরস্কারের ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্রসহ একাধিক সম্মাননা।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।