দেশকন্ঠ ডেস্ক : বেশ ক' বছর আগে নিলয় আলমগীর ও হিমিকে নিয়ে ‘কেন আজ’শিরোনামে একটি মিউজিক ভিডিও বানিয়েছিলেন মাহিন আওলাদ। গীতিকবি জামাল হোসেনের কথায় গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী বেলাল খান। সিনেমাটিক গল্পের ওই ভিডিওটি সে সময় বেশ প্রশংসিত হয়।মিউজিক ভিডিওর পর সেই জুটিকে নিয়েই এবার মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের এই নির্মাতা নাটক নির্মাণের যাত্রা শুরু করলেন। যে নাটকের নাম ‘পরান পাখি’।নির্মাণের পাশাপাশি স্যাড রোমান্টিক গল্পের এই নাটকটির গল্পও লিখেছেন মাহিন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ।
নাটকটি নিয়ে নিলয় বলেন, ‘দীর্ঘদিন পর সিরিয়াস একটি গল্পে কাজ করলাম। নাটকে দর্শক আমাকে ভিন্নভাবে পাবে। গতানুগতিকতার বাইরে গিয়ে এই কাজটি করেছি। নাটকটি দর্শকদের হৃদয় ছুয়ে যাবে আমার বিশ্বাস।’ অনেক দিন পর ব্যতিক্রম একটি গল্পে কাজ করতে পরে উচ্ছ্বসিত হিমি। জানালেন, ‘মাহিন ভাইয়ের সাথে আমি এর আগেও একাধিক কাজ করেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। নতুন করে হিমিকে পাবে দর্শক।
নাটকটি নিয়ে পরিচালরেক ভাষ্য, গল্পের ভিন্নতার পাশাপাশি নিলয়-হিমিকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন সেই সাথে অনেকটা সিনেমাটিক ভাবে নির্মাণ করতে চেষ্টা করেছি নাটকটি। আশা করছি দর্শকদের মনের প্রশান্তির পাশাপাশি চোখেরও প্রশান্তি দিবে। নিলয়-হিমি ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, মাসুম বাশার, আনোয়ার হোসেন, রাসেল পারভেজ, নূর এ কাঞ্চনসহ আরও অনেকে। ধ্রুব এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় নির্মিত ‘পরান পাখি’ নাটকটি ঈদের আগের দিন ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।