• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৩৪    ঢাকা সময়: ২১:৩৪

বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে তারকাদের মেলা

  • বিনোদন       
  • ১৭ এপ্রিল, ২০২৩       
  • ৬০
  •       
  • ০০:০২:৩৮

দেশকন্ঠ ডেস্ক : প্রতিবছর রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে উপস্থিত হয় প্রায় পুরো বলিউড। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। বরাবরের মতোই এবারও পার্টিতে শুধু বড় পর্দার নয়, ছোট পর্দার তারকাদেরও উজ্জ্বল উপস্থিতি ছিল।রোববার মুম্বাইয়ের তাজ ল্যান্ড হোটেলে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে এবার যোগ দিয়েছেন শাহরুখ খান, সালমান খান, প্রীতি জিনতা, শেহনাজ গিলসহ আরও অনেকে।

শাহরুখ আর সালমান দুজনকেই এদিন দেখা গেছে অল ব্ল্যাক লুকে। ইনস্টাগ্রামে ওই অনুষ্ঠানে আগত এই দুই সুপারস্টারের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেছে, তারা একে-অপরের হাত ধরে আছেন। আরেক হাত দিয়ে মিডিয়ার ক্যামেরার দিকে কিস ছুঁড়ে দিচ্ছেন শাহরুখ। এরপর একে-অপরকে জড়িয়ে ধরেন।

বাবা সিদ্দিকির পার্টিতে এবারে এসেছিলেন সালমানের বাবা সেলিম খান। ছিলেন টিভির জনপ্রিয় মুখ রশমি দেশাই। এসেছিলেন সালমানের 'কিসি কা ভাই কিসি কি জান'-এর নায়িকা পূজা হেগড়েও। কালো শাড়িতে পূজার ছবি আর ভিডিও ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ইফতার পার্টিতে ছিলেন সালমানের বোন অর্পিতা ও তার বর আয়ুশ শর্মা। হাজির হয়েছিলেন সুনীল শেঠা ও চাঙ্কি পাণ্ডে। সাদা পোশাকে পার্টিতে টুইনিং করেন রীতেশ ও জেনেলিয়া দেশমুখ।


তেজরান জুটি তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রা পার্টিতে এসেছিলেন হাত ধরে। ছিলেন কমেডি কুইন ভারতী সিং-ও।এবারের পার্টির অন্যতম আকর্ষণ ছিলেন জায়েদ দরবার ও গওহর খান। খুব শীঘ্রই মা হতে চলেছেন গওহর। সবুজ পোশাকে বেবি বাম্পসহ পার্টিতে উপস্থিত গওহরের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।


মহারাষ্ট্রের সাবেক বিধায়ক বাবা সিদ্দিকির সঙ্গে বলিউডের তারকাদের অগাধ ঘনিষ্ঠতা রয়েছে। মনে করা হয়, যখনই কোনও তারকা বিপাকে পড়েছেন, সাহায্য নিয়েছেন বাবা সিদ্দিকির থেকেই। শুধু শাহরুখ- সালমান নয়, সঞ্জয় দত্তের সঙ্গেও তার খুব ঘনিষ্ঠতা আছে। এই মানুষটার পার্টি তাই কেউই মিস করেন না। অনেকের কাছে বাবা সিদ্দিকির পার্টিতে আমন্ত্রণ পাওয়া স্টেটাস সিম্বল হিসেবেও কাজ করে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।