• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:৫৩    ঢাকা সময়: ০৩:৫৩

যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত

দেশকণ্ঠ ডেস্ক : সারাবিশ্বের কল্যাণ কামনা করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ দেশটির বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের জামাত আদায় করেছেন মুসলিমরা। আবহাওয়া সর্বত্রই প্রায় অনুকূলে থাকায় সবকটি ঈদ জামাতেই মুসল্লির উপস্থিতি ছিল অনেক বেশী। শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’ তথা কেয়ারের মতে, তিন হাজারের অধিক মসজিদের ব্যবস্থাপনায় ঈদ জামাতে ৩০ লাখেরও অধিক মুসল্লি অংশ নেন। জানা গেছে, বেশ কয়েকটি মসজিদের উদ্যোগে নিকটস্থ খোলা মাঠ ও রাস্তা বন্ধ করে নামাজ আদায় করা হয়েছে। বড় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির জ্যামাইকা, ওজোনপার্ক, এস্টেরিয়া, ব্রুকলিন, এবং ব্রংকসে বাংলাদেশীদের ব্যবস্থাপনায়।
 
 
একইসাথে নিউজার্সি, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, মিশিগান, লসএঞ্জেলেস, ভার্জিনিয়া, বোস্টন, আরিজোনা, আটলান্টা থেকেও বাংলাদেশিদের বড় ধরনের ঈদ জামাতের সংবাদ এসেছে। নিউইয়র্ক সিটির জ্যামাইকা মুসলিম সেন্টারের ব্যবস্থাপনায় এবারও ১০ হাজারের অধিক মুসল্লির সমাগমে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা শুভেচ্ছা জানিয়েছেন।বায়তুল জান্নাহ মসজিদের ব্যবস্থাপনায় ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার রাস্তায় ঈদ জামাতে বিশ্বখ্যাত হাফেজ নাজমুল সাকিব ইমামতি করেন।
দেশকণ্ঠ/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।