• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৪৪    ঢাকা সময়: ২১:৪৪

ঠাঁই নেই ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে

দেশকন্ঠ প্রতিবেদন : ‌রোজার মধ্যে তীব্র তাপদাহ চলছিল রাজধানীসহ সারাদেশে। প্রচণ্ড গরমে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় ছিল না বললেই চলে। ঈদের আগের দিন থেকে তীব্র তাপমাত্রা কমতে। ঈদের দিনের ব্যস্ততা কমে আজ দ্বিতীয় দিনে শিশুদের হাত ধরে রাজধানীর অভিভাবকরা ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে। রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড, চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবনের সামনে, মেট্রোরেল, উত্তরার দিয়াবাড়ী, হাতিরঝিলসহ সব বিনোদন কেন্দ্র ও পার্কে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
 
রোববার (২৩ এপ্রিল) রাজধানীর শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড (সাবেক শিশুমেলা) ঘুরে দেখা যায়, প্রচণ্ড ভিড়। দলে দলে রিকশা, সিএনজি, বাস, ব্যক্তিগত পরিবহন, মোটরসাইকেল ও প্রাইভেটকারে চড়ে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের সামনে নামতে দেখা যায় শিশু-অভিভাবকদের। টিকিট কেটে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের ভেতরে ঢুকে দেখা যায়, যেন তিল ধারণের ঠাঁই নেই ওয়ান্ডারল্যান্ডে। প্রতিটি লাইনের টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে দেখা যায় অভিভাবকদের।
 
শুধু তাই নয় সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে শিশুদের উঠতে হচ্ছে প্রতিটি রাইডে। টিকিট কেটে সিরিয়াল অনুসরণ করে একেকটি রাইট শেষ করতে শিশুদের সময় লাগছে আধাঘণ্টা। এরপরেও ওয়ান্ডারল্যান্ডের ভেতরে আনন্দে মেতেছে শিশুরা, দেখা যায় ছোটাছুটি করতে। এক রাইড শেষ করতে না করতেই আরেক রাইডে উঠতে বায়না করতেও দেখা যায় শিশুদের।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।