• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২১:৫৯    ঢাকা সময়: ০৭:৫৯

‘হঠাৎ শ্রাবণ’ নিয়ে সাফা কবির

  • বিনোদন       
  • ২৬ এপ্রিল, ২০২৩       
  • ৫৬
  •       
  • ২৩:১৯:২৭

দেশকন্ঠ ডেস্ক  : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে নিয়মিতই নাটকে দেখতে পান দর্শকরা। পাশাপাশি বিশেষ দিবসগুলোতেও একাধিক কাজ নিয়ে হাজির হন তিনি। সেই ধারাবাহিকতা এবারের ঈদেও রক্ষা করেছেন সাফা। দীপ্ত টিভিতে আজ ১০টা ০৫ মিনিটে প্রচার হবে সাফার ‘হঠাত্ শ্রাবণ’ নাটকটি। তারেক রেজার পরিচালনায় এতে সাফা ছাড়া আরও অভিনয় করেছেন জোভান। ‘সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।’ ঠিক শীতের সেই কুয়াশায় নয়, তবে নিজের মনের মতো কাউকে পাওয়াটা অনেকটা কুয়াশার ধোয়াশার মতোই। ঠিক এমনভাবেই কুয়াশা হঠাত্ করে শ্রাবণের দেখা পেয়েছিল। মূলত দ্বন্দ্বটা শুরু হয় নাম থেকে।

কুয়াশার বিয়ের জন্য যাকে পছন্দ করা হয়েছে এবং হঠাৎ করে যার সাথে দেখা হয়েছে তাদের দু’জনের নামই শ্রাবণ। রাগ করে ছেলের ছবি না দেখে বেরিয়ে যাওয়ার কারণেই এই বিপত্তি বাঁধে। যতক্ষণ পর্যন্ত পরিচয় অজানা ছিল ততক্ষণ দু’জন চমৎকার সময় কাটিয়েছে। কুয়াশা যে শ্রাবণের সাথে দেখা করতে আসে তার সাথে কথা বলে চলে যায়। কিন্তু কুয়াশা হঠাৎ দেখা শ্রাবণকে ফিল করতে থাকে। আস্তে আস্তে দু’জনের মধ্যে কথা হতে থাকে। এরমধ্যেই ছেলেপক্ষ কুয়াশাকে পছন্দ করে এবং চায় আকদ করিয়ে নিতে। কুয়াশা চিন্তায় পড়ে যায়, কিন্তু কাকে নিয়ে চিন্তিত সে?
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।