• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৬:৪০    ঢাকা সময়: ০২:৪০

আতিউর রহমান’র কথায় ‘অচেনা মন’

  • বিনোদন       
  • ২৭ এপ্রিল, ২০২৩       
  • ৫১
  •       
  • ২১:৩৯:২২

দেশকন্ঠ ডেস্ক  : ‘মন ঘিরে আজ তোর চেনা ডাক/ বেসামাল এই ঘুম পোড়া রাত ...’ আতিউর রহমান’র কথায় মুক্তি পেলো নতুন গান ‘অচেনা মন’। খুব রোম্যান্টিক এবং কাব্যিক কথায় গজলের আঙ্গিকে করা এই ধরনের বাংলা গান কমই শোনা যায়। অয়ন কুমার নাথের সুরে এবং টুনাই দেবাশীষ গাঙ্গুলীর সঙ্গীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন মনোময় ভট্টাচার্য। মিউজিকে ছিলেন রাজা চৌধুরী, বুবাই নন্দী, দীপক ভট্টাচার্য, এবং টুনাই নিজে। কাস্টিংএ সায়ন সরকার ও সুব্রতা দত্ত এবং মেকআপে কস্তূরী রায়। সম্পাদনা করেছেন নীলার্ঘ ব্যানার্জী।

গানটি তৈরি করার ব্যাপারে গীতিকার আতিউর রহমান বলেন, ‘আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। তবে বাংলা গান মনে প্রাণে ভালোবাসি বলেই শত প্রতিকূলতার মাঝেও চেষ্টা করে যাচ্ছি। অসংখ্য গানের মিছিলে ভালো গান শ্রোতাদের কাছে পৌঁছে দেয়া সহজ নয়। তবে শ্রোতাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে আমাদের সব প্রচেষ্টা কিছুটা সহজতর হবে। এই বিশ্বাসেই কাজ করে যাচ্ছি।’
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।