• মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৮:২৭    ঢাকা সময়: ০৪:২৭

টটেনহ্যামে পৌঁছাল বসুন্ধরার জার্সি

দেশকন্ঠ প্রতিবেদন : ‌ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের কাছে বাংলাদেশি সমর্থকদের পক্ষ থেকে একটি জার্সি পাঠানো হয়। বসুন্ধরা কিংসের সেই জার্সি ইংলিশ ক্লাবটিতে পৌঁছেছে। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে টটেনহ্যামের ম্যাচে ওই জার্সি হাতে দেখা যায় ক্লাবটির প্রকাশনা প্রধান জন রেনারকে। জানা গেছে, বাংলাদেশের টটেনহ্যাম হটস্পারের অফিসিয়াল সমর্থক ক্লাবের (বাংলাদেশ স্পার্স) পক্ষ থেকে ওই জার্সিটি পাঠানো হয়েছিল। যেটি পরে হটস্পারের অফিসিয়াল সমর্থক ক্লাবের জার্সি সংগ্রহ বিভাগে সংরক্ষণ করা হবে।
 
সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়েছেন বাংলাদেশ স্পার্সের সভাপতি মাশফিক খালিদ। বাংলাদেশ ছাড়ার আগে বসুন্ধরা কিংসের ফুটবলার তপু বর্মণ তার ক্লাব জার্সি খালিদের মাধ্যমে টটেনহ্যামের জন্য পাঠান। এরপর খালিদ তাদের ম্যাচ শেষ হলে জার্সিটি টটেনহ্যাম কর্মকর্তার হাতে হস্তান্তর করেন। উল্লেখ্য, প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দেয় টটেনহ্যাম। ২-২ গোলের সমতায় ম্যাচটি শেষ হয়। এদিন টটেনহ্যাম নিজেদের মাঠে রেড ডেভিলদের আতিথ্য দিয়েছিল।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।