• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৯:২৪    ঢাকা সময়: ১৯:২৪

এসএসসি ও সমমানে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী দেড় লাখের বেশি

  • শিক্ষা       
  • ২৯ এপ্রিল, ২০২৩       
  • ৫৭
  •       
  • ০০:৩০:২১

দেশকন্ঠ  প্রতিবেদক : আগামীকাল রবিবার শুরু এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দেড় লাখের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার যাবতীয় কার্যক্রম নির্বিঘœ করতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বন্ধের দিনে অফিস খোলা রাখাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বৃহত্তর চট্টগ্রামের ১০৭ প্রতিষ্ঠানের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এবার ছাত্র-ছাত্রী মিলিয়ে ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ১ লাখ ৬ হাজার ৮৮৫, কক্সবাজারে ২৪ হাজার ৩৩০, রাঙামাটিতে ৮ হাজার ৭৪২, খাগড়াছড়িতে ৯ হাজার ৮৬৬ জন ও বান্দরবান জেলায় ৪ হাজার ৯৪৫ জন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।