• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:১৬    ঢাকা সময়: ০৮:১৬

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীর মরনোত্তর দেহ দানের অঙ্গীকার

দেশকন্ঠ  প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদের কাছে তার কনফারেন্স রুমে মরণোত্তর চক্ষুদানসহ দেহদানের অঙ্গীকার সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করেন ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী। উপাচার্য বলেন, কর্ণিয়ার অভাবে অনেক রোগীর অন্ধত্ব দূর করা সম্ভব হচ্ছে না। আবার বিদেশে গিয়ে কর্ণিয়া প্রতিস্থাপন করায় প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। মরণোত্তর চক্ষুদান (কর্ণিয়া) এ সমস্যার সমাধানে বিরাট অবদান রাখতে পারে।

মরণোত্তর চক্ষুদানসহ মরণোত্তর দেহদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, মরণোত্তর দেহদান চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় বড় অবদান রাখতে পারে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।