• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২১:৩৫    ঢাকা সময়: ০৭:৩৫

প্রিয়াঙ্কার গলার হারের মূল্য ২৬৪ কোটি

  • বিনোদন       
  • ০২ মে, ২০২৩       
  • ৬১
  •       
  • ২৩:৩১:৪৫

দেশকন্ঠ ডেস্ক : বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা। ১ মে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসেছিল এবারের আসর। স্বামী নিক জোনাসকে নিয়ে এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ আসরে আলিয়া ভাট মুক্তা বসানো গাউনে যেমন চমকে দিয়েছেন, তেমনই হিরার হার পরে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। মেট গালার অনুষ্ঠানের পর নিলামে উঠে বুলগেরিয়ান হিরার এই হার। আর এ হারের মূল্য শুনে অনেকের চোখ কপালে উঠেছে!

ইন্ডিয়া টিভি জানিয়েছে, মেট গালা ২০২৩ উপলক্ষে প্রিয়াঙ্কার জন্য ১১.৬ ক্যারেটের হিরা দিয়ে তৈরি করা হয়েছে এই গলার হার। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি টুইট। তাতে বলা হয়েছে, নেকলেসটির মূল্য ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৬৪ কোটি ৯০ লাখ টাকার বেশি। মেট গালার পর হারটি নিলামে উঠবে।

২০১৮ সালের ১ ডিসেম্বর মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। তবে এবারই প্রথম স্বামীকে নিয়ে মেট গালার রেড কার্পেটে হাঁটলেন প্রিয়াঙ্কা। বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।
দেশকন্ঠ/এআর
 

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।