• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:২৭    ঢাকা সময়: ০৮:২৭

ছায়াবাণীতে পাঠান ১৫ দিন হাউসফুলের স্বপ্ন দেখছে হল কর্তৃপক্ষ

  • বিনোদন       
  • ০৪ মে, ২০২৩       
  • ৪৯
  •       
  • ২৩:০৪:০৬

দেশকন্ঠ  ডেস্ক  : সেন্সর ছাড়পত্র মেলায় আগামী ১২ মে দেশের হলে মুক্তি পাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের মেগাহিট সিনেমা 'পাঠান'। ওইদিন থেকে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে চলবে ভারতীয় এ সিনেমা। ইতোমধ্যে শুরু করে দেওয়া হয়েছে প্রচারণাও। ৫ মে শুক্রবার থেকে শুরু হচ্ছে অগ্রীম টিকিট বিক্রি। নগরীর সি.কে ঘোষ রোড এলাকায় অবস্থিত হলের গেটের বামপাশে এবং হলটির ভেতরে ঢুকলেই চোখে পড়বে ‘পাঠান’র পোস্টার। বড় অক্ষরে লেখা আগামী ১২ মে ‘পাঠান’-এর শুভমুক্তি।পাঠান মুক্তির মাধ্যমে দীর্ঘদিনের দর্শকখরা কাটিয়ে আবারও হলমুখী হবে দর্শকরা, এমনটাই প্রত্যাশা ছায়াবাণী হল কর্তৃপক্ষের। মুক্তির পর অন্তত ১৫ দিন সিনেমা হল হাউসফুল থাকবে, এমন স্বপ্নও দেখছেন তারা।

৪ মে বৃহস্পতিবার সন্ধ্যার পর ছায়াবাণী সিনেমা হলের ম্যানেজার মো. শফিকুল ইসলামের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানিয়েছেন। শফিকুল ইসলামের বলেন, আগামী ১২ মে থেকে পাঠান সিনেমা চলবে ছায়াবাণীতে। এর প্রচারণা হিসেবে মাইকিং, পোস্টারিং করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালানো হবে। ইতোমধ্যে অগ্রীম টিকিট বিক্রির ঘোষণাও দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার (৫ মে) সকাল থেকে টিকেট বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, প্রথম দিন থেকেই হলে ব্যাপক দর্শক হবে বলে আশা করছি। এবার ঈদের সিনেমা লিডারেও ভালো দর্শক পেয়েছি। পাঠানে প্রতিটি শো হাউসফুল থাকবে বলে আমাদের প্রত্যাশা। বিদেশি সিনেমা দেশে চললে দর্শকও যেমন পাব তেমনি দেশি নির্মাতারা আরও ভালো সিনেমা নির্মাণে আগ্রহী হবে, যোগ করেন শফিকুল। পাঠান সিনেমার টিকিটের দাম আগের মতোই থাকবে জানিয়ে তিনি বলেন, রিয়াল স্টল ৮০ টাকা, ডিসি ১০০ টাকা, ভিআইপি বক্স ও ফ্যামেলি ভিআইপি বক্স ২০০ টাকা করে বিক্রি হবে। তিন ক্লাস মিলে ৮৫০টি আসন রয়েছে।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।