• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২১:২৪    ঢাকা সময়: ০৭:২৪

রাজ্যাভিষেকে সাক্ষী হলেন সোনম কাপুরসহ ৪ ভারতীয়

  • বিনোদন       
  • ০৬ মে, ২০২৩       
  • ৪২
  •       
  • ২৩:৪৮:৪২

দেশকন্ঠ ডেস্ক : ৭০ বছর পরে ব্রিটিশ রাজ-পরিবারের  ইতিহাসে নতুন যুগের সূচনা। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে অভিষেক হতে চলেছে তার। গোটা বিশ্ব থেকে উপস্থিত থাকবেন মাননীয় অতিথিরা।এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে ব্রিটেনে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়  ও অভিনেত্রী সোনম কাপুর।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাজ্যাভিষেকের ভার্চুয়াল কয়্যারের সূচনা করতে অভিনেত্রী সোনম কাপূর সেখানে বক্তব্য পেশ করবেন। এই অনুষ্ঠানে নিজেদের ভ্রাতৃত্বের প্রতিনিধিত্ব করতে উপস্থিত থাকবেন মুম্বাইয়ের দুই 'ডাব্বাওয়ালা'ও । রাজা চার্লসের জন্য উপহার হিসেবে তারা নিয়ে যাবেন, ওয়ার্কারি গোষ্ঠীর তৈরি পুনেরি পাগড়ি ও একটি শাল। রাজা চার্লসের সঙ্গে ক্যামিলিয়ার বিয়েতেও এই 'ডাব্বাওয়ালা'দের আমন্ত্রণ জানানো হয়েছিল।

রাজা তৃতীয় চার্লসের জন্ম ১৯৪৮ সালের ১৪ নভেম্বর, এই বাকিংহাম প্যালেসে। তার যখন ৪ বছর বয়স, তখন তার মা, রানি দ্বিতীয় এলিজাবেথ, গ্রেট ব্রিটেনের সিংহাসনের অধিকারিণী হন। রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যকাল শেষ হয় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে, তার প্রয়াণের সঙ্গে সঙ্গে। তারপরই রাজা তৃতীয় চার্লসকে গ্রেট ব্রিটেনের রাজা হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু, তার আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হতে চলেছে আজ ৬ মে, ২০২৩।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।