• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৩৮    ঢাকা সময়: ১৩:৩৮

সিএনজি-প্রাইভেটকার মাইক্রোতে ‘ব্রেকফেল’ ট্রাকের ধাক্কা আহত ৩

দেশকন্ঠ প্রতিবেদন : ‌রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ইট বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেওয়ায় সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও একটি মাইক্রো দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 
 
ঘটনার প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, মগবাজার ফ্লাইওভার থেকে নামতেই একটি ইট বহনকারী ট্রাক আমার পেছনের অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রাকটি দ্রুত নামতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। ওই গাড়িগুলোতে থাকা যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছে। এ ব্যাপারে হাতিরঝিল থানার ইন্সপেক্টর (অপারেশন্স) আব্দুল কুদ্দুস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সড়ক সচল রাখতে ফ্লাইওভার থেকে গাড়িগুলো সরানো হয়েছে।
 
তিনি বলেন, এই দুর্ঘটনায় অটোরিকশা চালক, যাত্রী ও মাইক্রোতে থাকা এক যাত্রী আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস বলেন বলেন, ইট বহনকারী ট্রাকের চালক পালিয়েছেন। তবে ট্রাকটি জব্দ করা রয়েছে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।