দেশকন্ঠ প্রতিবেদক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বৈশ্বিক মন্দার ঝুঁকি শীর্ষক লেকচার অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার গাজীপুরস্থ বাউবি’র বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিষ্ঠানের স্কুল অব বিজনেস-এর ওপেন বিজনেস টক কার্যক্রমের অংশ হিসেবে ওপেন বিজনেস ডিসটিংঙ্গুইশড লেকচার সিরিজ এর প্রথম লেকচার অনুষ্ঠিত হয়। বৈশ্বিক মন্দার ঝুকি: বাংলাদেশ কি প্রস্তুত? শীর্ষক এ লেকচারে প্রবন্ধ উপস্থাপনা করেন স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ইকোনোমিক্স এন্ড ফিন্যান্সের অধ্যাপক ড. বিরূপাক্ষ পাল।
তিনি তার দীর্ঘদিনের গবেষণা ও বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ হিসেবে কাজ করার নানা অভিজ্ঞতা, বাস্তবতা, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা তুলে ধরেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।