• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১০:৫৬    ঢাকা সময়: ২০:৫৬

খেলা সম্প্রচারে চ্যানেল খুলছে বিসিবি

দেশকন্ঠ প্রতিবেদন : ‌দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ চলাকালে টিভি স্বত্ব কেনা নিয়ে ঝামেলা দেখা দেয়। চলমান আয়ারল্যান্ড সিরিজ তার জ্বলন্ত উদাহরণ। এই সিরিজ শুরুর আগের দিন পর্যন্ত বাংলাদেশ থেকে খেলা দেখা নিয়ে ছিল শঙ্কা। পরবর্তীতে আইসিসির ওয়েবসাইটে সরাসরি ম্যাচ সম্প্রচারের উদ্যোগে সেই সমস্যা আপাতত মিটে যায়। তবে দেশের বাইরের সিরিজ সম্প্রচার নিয়ে এবার একটা দফারফা করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমে কথা বলেছেন। গতকাল (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত'র অভিষেক সেঞ্চুরি, তাওহীদ হৃদয়ের ফিফটি ও শেষদিকে মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ ৩২০ রানের বড় লক্ষ্য ৭ উইকেটে পেরিয়ে যায়। তার আগে নিজস্ব চ্যানেল খোলা নিয়ে কথা বলেন বিসিবি প্রধান।
 
পাপন বলছিলেন, ‘একবার-দুবার হয়েছে (ম্যাচ সম্প্রচার নিয়ে টিভি চ্যানেলের অনাগ্রহ), আমরা তো আর তৃতীয়বার অপেক্ষা করতে পারব না। আমরা যে চাই তা না। ওরা যদি আগ্রহ না দেখায়, কোনো উপায় না থাকলে বিসিবি থেকেই চ্যানেল চালু করব। যেখানে আমাদের যত খেলা থাকবে, সবগুলোই খেলা দেখানো হবে। আন্তর্জাতিক ম্যাচ থেকে ঘরোয়া লিগ–সব।’ এরপর দেশের বাইরের সিরিজের সম্প্রচার বিষয়ে পুরনো কথা স্মরণ করিয়ে দেন পাপন, ‘সম্প্রচারের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের ওপর। আমরাও চাই বাংলাদেশের সমর্থকরা খেলা দেখুক। তারাই এটার চূড়ান্ত করে। আমাদের তেমন কিছু করার থাকে না। টিভি স্বত্ব তো কিনতে হবে বাংলাদেশের কোনো চ্যানেলকে। যদি তারা না কেনে এবং ওরা যদি ফ্রি না দেখাতে দেয়, তাহলে তো কিছু করার থাকে না।’
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।