• রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:৫৫    ঢাকা সময়: ১১:৫৫

বিএসএমএমইউয়ে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রামে আবেদন শুরু

দেশকন্ঠ  প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের অধীনে ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রামে’ আবেদন ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত উপরেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধীনে স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশন কর্তৃক পরিচালিত জুলাই ২০২৩ সেশনে এক বছর মেয়াদি 'অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম' এর জন্য নিম্নে উল্লিখিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনের আহ্বান করা যাচ্ছে।

আবেদনের যোগ্যতা

নিউরোসার্জারি বিষয় এমএস/এফসিপিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৪৫ বছর (৩০-০৬-২০২৩)। সরকারি-বেসরকারি ও বিএসএমএমইউ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

শর্তাবলী

কোর্সটি সার্বক্ষণিক। নির্বাচিত প্রার্থীদেরকে সার্বক্ষণিকভাবে স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। কোর্স ফি ১০ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে।

কোর্স শুরুর সময় স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশনের অ্যাকাউন্টে জামানত হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে।

আবেদনের শুরু ও শেষ তারিখ

ফরম ফি বাবদ ২০০ টাকা জমা দিয়ে আজ শনিবার (১৩ মে) থেকে অফিস চলা সময়ে সি-ব্লকের ৫ম তলায় ৫০৬ নম্বর রুম থেকে ফরম সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ জুন ২০২৩।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।