• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২৩:৩৪    ঢাকা সময়: ০৯:৩৪

কক্সবাজার-টেকনাফে যা ঘটল সারাদিন

দেশকন্ঠ প্রতিবেদন : ‌ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের কক্সবাজার-টেকনাফ উপকূল অতিক্রম করে মিয়ানমারের দিকে গেছে রোববার (১৪ মে) সন্ধ্যার কিছু আগে। তার আগে বিকেল ৩টার দিকে কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। তবে মোখার প্রভাবে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ছিল কক্সবাজার-টেকনাফে। ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগের এই অতি প্রবল ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে দিয়ে গেছে বাংলাদেশের একমাত্র বদ্বীপ সেন্টমার্টিনকে। সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে কক্সবাজার এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। যার ফলে কক্সবাজার এলাকার মানুষের জীবনে একরকম স্থবিরতা নেমে আসে। বেলা ১১টা পর্যন্তও খুব প্রয়োজন ছাড়া কাউকে তেমন ঘর থেকে বের হতে দেখা যায়নি। শহরে হাতেগোনা কয়েকটি খাবারের দোকান ছাড়া তেমন কোনো দোকান খোলা দেখা যায়নি। সড়কে যানবাহনের সংখ্যাও ছিল কম।
 
কক্সবাজার সমুদ্র সৈকত বিক্ষুব্ধ থাকলেও দেখা গেছে বেশ কিছু পর্যটক সৈকতে এসেছেন মোখার প্রভাবে অশান্ত সমুদ্র দেখতে। সময় যত বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ ততই বাড়তে থাকে কক্সবাজারে। স্থানীয়রা জানান, শনিবার (১৩ মে) গভীর রাত থেকেই বৃষ্টি শুরু হয় এখানে। এছাড়া আবাসিক হোটেলগুলোতে অতিথির সংখ্যা কম রয়েছে বলে জানা গেছে। বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ ধরে টেকনাফ যাওয়ার পথে বৃষ্টি ও বাতাসের পরিমাণ আরও বাড়তে দেখা যায়। দুপুর ১টার দিকে টেকনাফের বাহারছড়া এলাকার মেরিন ড্রাইভ সড়কে দেখা যায়, ‘সাম্পান’ সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন জেলেরা। ৮/১০ জন সাম্পানগুলো সরানোর কাজ করছিলেন। সরিয়ে নিতে সাম্পানের নিচে চাকা লাগিয়ে সেটিকে ৪ চাকার গাড়ির মতো তৈরি করা হয়। সাম্পানকে এক স্থান থেকে অন্য স্থানে টেনে নেওয়ার জন্য ব্যবহার করা হয় ট্রাক্টর।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।