• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২০:৫০    ঢাকা সময়: ০৬:৫০

কানে গিয়ে সারা বললেন আমাকে জেব্রার মতো লাগছে

  • বিনোদন       
  • ১৮ মে, ২০২৩       
  • ৪৫
  •       
  • ০০:৪২:৫৮

দেশকন্ঠ ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। প্রথমবারে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন তিনি। গত ১৬ মে ৭৬তম এ আসরের পর্দা ওঠে। উদ্বোধনী দিনে কানের লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ান এই অভিনেত্রী। জাকজমক এ অনুষ্ঠানের পয়লা দিনে আবু জানি, সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গায় দেশি লুকে দ্যুতি ছড়িয়ছেন নবাব-কন্যা। নজর কেড়েছেন রাতের পার্টিতে। প্রথম দিনের ছবি প্রকাশ্যে আসার পর ট্রলের শিকার হন ‘কেদারনাথ’খ্যাত এই অভিনেত্রী।

দ্বিতীয় দিনে নতুন পোশাকে চমকে দিয়েছেন সাইফ-কন্যা। মনোক্রম ফ্যাশনে যেভাবে ধরা দিয়েছেন তা দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। এ লুকের কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিতেও দিয়েছেন।এসব ছবিতে দেখা যায়, সারার পরনে সাদা-কালো হল্টার নেক ডিজাইনার ব্রালেট। কোমরে জড়ানো সাদা রঙের শাড়ি। গলায় পরেছেন মানানসই ডিজাইনের মনোক্রম মালা। এ পোশাকও ডিজাইন করেছেন আবু জানি, সন্দীপ খোসলা। এসব কিছুকে ছাপিয়ে বিশেষভাবে নজর কেড়েছে সারা আলীর ক্যাপশন।

ছবির ক্যাপশনে সারা আলী খান লিখেছেন, ‘জেব্রার মতো লাগছে। তবে কেউ আমার সীমা লঙ্ঘন করবেন না।’ লক্ষ্মণ উতেকার পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন সারা আলী খান। এতে তার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। এছাড়াও এতে অভিনয় করেছেন—বিক্রান্ত ম্যাসি, চিত্রাঙ্গদা সিং প্রমুখ। তা ছাড়া হোমি আদাজানিয়ার ‘মার্ডার মোবারক’ সিনেমায় দেখা যাবে সারাকে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।