• মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:২৩    ঢাকা সময়: ০৩:২৩

৮ম সন্তানের বাবা হচ্ছেন বরিস জনসন

দেশকন্ঠ প্রতিবেদন : ‌গত বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর থেকেই নানা কারণে সংবাদের শিরোনাম হন এ ব্রিটিশ নেতা। ফের তিনি খবরে উঠে এসেছেন ব্যক্তিগত কারণে। রাজনৈতিক কোন কারণ নয়, নিজ সন্তানের জন্ম নিয়ে আলোচনায় বরিস। নতুন সন্তান পৃথিবীতে আসার সুখবরটি ইনস্টাগ্রামে জানান বরিস জনসনের স্ত্রী ক্যারি জনসন। সেখানে তিনি বাকি সন্তানদের নানা ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যায়, দুই ছোট্ট সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্যারি জনসন। সেখানেই ক্যাপশনে তিনি লিখেছেন, নতুন এক সদস্য আসতে চলেছে। 
 
ক্যারি জানান, বিষয়টি নিয়ে খুব উৎসাহী তাদের সন্তান উইল্ফ। এছাড়া ছোট্ট সন্তান রোমি এখনও বুঝে উঠতে পারছে না, যে কী ঘটতে চলেছে, সেকথাও জানান ক্যারি। বরিস ও ক্যারির নতুন সন্তান আসার খবরের আগেই বরিস জনসন ৯ ঘরের একটি বাড়ি কেনেন অক্সফোর্ডশায়ারে। আর সেখানেই তার পরিবারের নানা ছবি উঠে আসে। এই ছবিটিতে দুই সন্তানের সঙ্গে রয়েছেন স্ত্রী ক্যারিও। ছবিটি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন তিনি।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।