• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০০:০৪    ঢাকা সময়: ১০:০৪

কানেই মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’

  • বিনোদন       
  • ২১ মে, ২০২৩       
  • ৪৩
  •       
  • ২৩:৪৫:১১

দেশকন্ঠ ডেস্ক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’ বড় পর্দায় আসছে পরিচালক শুভ্রজিৎ মিত্রের হাত ধরে। সে কথা ইতিমধ্যে সবারই জানা হয়েছে। তবে সে আসাও ২০২৪ সালের আগে হবে না। তার আগে বাংলার ডাকাত-সম্রাজ্ঞী মুখ না দেখিয়ে থাকবেন, তা কী করে হয়! তাই কান চলচ্চিত্র উৎসবেই সামনে আসতে চলেছে ‘দেবী চৌধুরাণী’র পোস্টার।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করে ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে ‘দেবী চৌধুরাণী’ সিনেমার পোস্টার প্রকাশ হওয়ার সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানা যায়, ইনস্টাগ্রামে তার পোস্টে খবরের পাশাপাশি ধরা পড়েছে উচ্ছ্বাস। একগুচ্ছ ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘দেবী চৌধুরাণী’ সিনেমার পোস্টার উন্মোচিত হবে আন্তর্জাতিক দর্শকের সামনে, ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে। কান-এর ভারতীয় প্যাভিলিয়নে মার্শ দ্যু ফিল্মস-এ দেখা যাবে সেটি।’

এদিকে ঝরের বেগে ভাইরাল হওয়া প্রসেনজিৎের সেই পোস্টে টালিউডের প্রায় সব তারকা শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত ‘দেবী চৌধুরাণী’ সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে। দেবী চৌধুরাণী হবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তা ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সাব্যসাচী চক্রবর্তী ও তার পুত্র অর্জুন চক্রবর্তীকে। সিনেমাটিতে সঙ্গীত পরিচালনা করবেন বিক্রম ঘোষ।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।