• মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৮:৫১    ঢাকা সময়: ০৪:৫১

সাফ ফুটবলের সেমিফাইনালে খেলা কতটা সম্ভব?

মোয়াজ্জেম হোসেন রাসেল : বাংলাদেশের ফুটবলের কাছে আন্তর্জাতিক অঙ্গনে যেন সাফল্য সোনার হরিণে পরিণত হয়েছে। বিশেষত সাফ ফুটবলে সর্বশেষ কুড়ি বছরে কোন সাফল্য পায়নি। ২০০৩ সালে প্রথম ও শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর থেকে সবকিছু যেন আর কথা বলছেনা। এবার দীর্ঘদিন পর চ্যাম্পিয়নশীপ নয়, সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। কিন্তু সেটা কতটা সম্ভব সেই প্রশ্ন দেখা দিয়েছে। আগামী মাসে ভারতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ছয় দলের পাশাপাশি আমন্ত্রিত দেশ হিসেবে অংশ নেবে লেবানন এবং কুয়েত। ফলে এবারের সাফ বেশ চ্যালেঞ্জিংই হবে। তবে সাফে গ্রুপ পর্ব পার করে সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন বাফুফে জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও সহ সভাপতি কাজী নাবিল আহমেদ। সাফে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। শীর্ষ দল হিসেবে গ্রুপে রয়েছে লেবানন। এছাড়াও মালদ্বীপ এবং ভুটানও রয়েছে। সাফে অংশ নেওয়া প্রতিটি দলকেই শক্তিশালী বলে মনে করেন নাবিল, ‘এবার বড় লক্ষ্য আমাদের। যেহেতু আমরা সাফে খেলছি আমি মনে করি প্রতিটি দলই শক্তিশালী। এবারের সাফে আমন্ত্রিত দল রয়েছে। বাইরে থেকে দুটি দেশ অংশ নিচ্ছে। আমরা সকলেই জানি তারা শক্ত প্রতিপক্ষ।’
 
আসরে বাংলাদেশর প্রথম ম্যাচ লেবাননের বিপক্ষে। এরপর খেলবে মালদ্বীপ এবং ভূটানের বিপক্ষে। প্রথমেই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলার ফলে বাংলাদেশের কাজটা সহজ হবে বলে মনে করেন নাবিল। তিনি বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ লেবাননের বিপক্ষে এরপর মালদ্বীপ, ভুটানের সঙ্গে। শুরুটা কঠিন প্রতিপক্ষ দিয়ে এরপর আমরা পরের ম্যাচগুলোতে অপেক্ষাকৃত সহজ দলের সঙ্গে খেলবো। এটা আমাদের জন্য ভালো দিক। আমার মতে, আমাদের সুযোগে আছে। পরের রাউন্ডে যাওয়ার বিষয়ে আমি আশাবাদী। দুটো ম্যাচ ভালোমতো আমরা খেলতে পারলে আমাদের সুযোগ থাকবে।’ সাফে বাংলাদেশ দলের কোচিং স্টাফে তিন স্প্যানিশ যোগ দিচ্ছেন। সহকারী কোচ হিসেবে থাকবেন দাভিদ গোমেস, গোলকিপার কোচ হিসেবে থাকবেন মিগেল আনহেল আনিদো এবং ফিজিও হিসেবে থাকছেন দাভিদ দোবারা মাগান। এবারের সাফে দলের ম্যনেজার হিসেবে থাকছেন আমের খান এবং টিম লিডার হিসেবে শওকত আলী খান জাহাঙ্গীর। এছাড়া বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দল অনুশীলন করবে এবং তাদের আবাসন ব্যবস্থা করা হয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে।
 
সাফের আগে কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ১২ জুন সেখানে যাওয়ার কথা থাকলেও দুই দিন আগেই কম্বোডিয়ায় যাওয়ার পরিকল্পনা করছে বাফুফে। এছাড়া এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল পাঠাতে রাজি হওয়ায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দিয়েছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিওএ’র  সিদ্ধান্ত জানতে পেরেছি। আগামী সেপ্টেম্বরে চীনের হ্যাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে নারী এবং পুরুষ ফুটবল দল পাঠানো হবে। দুই দলকেই পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা বিওএ, সভাপতি এবং সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আমাদের প্রস্তুতিও চলমান ছিল।’ নাবিলের চোখে সেমিফাইনালে খেলা তাই অনেকের কাছেই ‘বিলাসী’ স্বপ। কাজী নাবিল জাতীয় দল কমিটির দায়িত্বে আছেন ২০১২ সাল থেকে। ১১ বছরে তার নেতৃত্বাধীন কমিটির অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পারফরম্যান্স নামতে নামতে তলানিতে গিয়ে ঠেকেছে। তার জমানায় জাতীয় দল চারটি সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছে।
 
এর মধ্য আবার তিনটি আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়। সর্বশেষ ২০২১ সালে ভিন্ন ফরম্যাটে দল খেলতে পারেনি ফাইনাল। অথচ সেই নাবিলই কিনা আসছে সাফ চ্যাম্পিয়নশিপে দেখছেন সেমিফাইনালের বিলাসী স্বপ্ন। গতকাল জাতীয় দল কমিটির সভা শেষে তিনি এই আশার কথা শুনিয়েছেন। সাফে এবার দক্ষিণ এশিয়ার বাইরের দুটি দল আমন্ত্রিত হিসেবে খেলবে। বি গ্রুপে বাংলাদেশকে তাই দিতে হবে অগ্নিপরীক্ষা। র‌্যাংকিংয়ের ১৯২তম স্থানে থেকে ৯৯তম লেবাননকে হারানোর স্বপ্ন বিলাসিতাই। আর সাম্প্রতিক বছরে মালদ্বীপের কাছে নিয়মিতই হারের তেতো স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। পুঁচকে ভুটানও র‌্যাংকিংয়ে এখন বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। তো এই তিন প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রুপপর্ব উতরে যাওয়াটা কেবল কঠিনই নয়, এক প্রকার অবাস্তব কল্পনা। তারপরও নাবিল মনে করেন, বাংলাদেশের পক্ষে সম্ভব সেমিফাইনালে পৌঁছানো। সর্বশেষ সভায় জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ডেভিড গঞ্জালেস, গোলকিপিং কোচ মিগুয়েল ইগলেসিয়াস ও ফিজিও ডেভিড ডোবারা ম্যাগানের চুক্তি বাড়ানো হয়েছে। এদিকে গোপন ব্যালটে ছেলেদের ফুটবল খেলার বিষয়ে চুড়ান্ত করা হয়েছে। প্রথমবারের মতো ২১-৬ ভোটে জিতে গেল ফুটবল! আপাত দৃষ্টিতে ব্যাপারটা অন্তত এমনই। এশিয়ান গেমসে ছেলেদের ফুটবল দল পাঠানো হবে কিনা? জানতে চেয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কমিটির সব সদস্যের কাছে গোপন ব্যালট পাঠিয়েছিল। সেখানেই চীনের হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর পক্ষে ভোট পড়েছে ২১টি। এবার তাই সেমিফাইনালে খেলার লক্ষ্য কতটা পূরণ করতে পারবে সেটাই দেখার বিষয়।

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।