• মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৮:০৩    ঢাকা সময়: ০৪:০৩
নিউইয়র্কে কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়

টাইমস স্কোয়ারে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান ইতিহাস রচনা করেছে

নিউইয়র্ক প্রতিনিধি : নিউইয়র্কের ম্যানহাটানে টাইমস স্কয়ারে গত ১৪ এপ্রিল বাংলাবর্ষ বরণের অনুষ্ঠান করে সংস্কৃতিসেবী প্রবাসীরা ইতিহাসর রচনা করেছেন বলে এক অনুষ্ঠানে বলেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়। তিনি আরো বলেছেন, ১৪ এপ্রিল ভোরে যখন টাইমস স্কয়ারে গিয়ে দেখলাম শত শত নারী-পুরুষ বাঙালি সাজসাজ্জায় হাজির হয়েছেন, তখন ভীষণ অভিভূত হয়ে পড়ি। কাঁচা সকালে এতো মানুষের সমাগম দেখে আমি আবগেপ্রবণ হয়ে পড়েছিলাম। তিনি ২১ মে রাতে নিউইয়র্কে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এক আনন্দ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন এই বরেণ্য কণ্ঠশিল্পী। তিনি বলেন, বাংলা বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে বাঙালি সংস্কৃতির অন্যতম ভিত্তি, এটি হচ্ছে শেকড়। এই অনুষ্ঠান বন্ধের চেষ্টা করার চেষ্টা মানে নিজেদের আত্মপরিচয়কে মুছে ফেলার মত। যারা ধর্মের দোহাই দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের বিরুদ্ধে নেমেছিলেন, তারা চরম ভুল পথে ছিলেন। আশা করি, ভবিষ্যতে সকলে ঐক্যবদ্ধভাবে এমন অপশক্তিকে মোকাবেলা করবেন। তিনি আরো বলেন, ১৪ এপ্রিল যে সকল প্রবাসী টাইমস স্কয়ার ও ১৫ এপ্রিল জ্যাকসন হাইটসে বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তাদের নিয়ে আমি গর্ব করি। 
 
কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় বলেন, বাঙালি সংস্কৃতির চর্চা ও অনুশীলনে সকল প্রবাসীকে আরো সচেতন হতে হবে। নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করতে হবে। নিউইয়র্কে এবার প্রবাসী যা করেছেন, তা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপিত হবে। 
 
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সাহা, সদস্য সচিব তোফাজ্জল লিটন, সমাজ সেবক ও রাজনীতিবিদ নুরুল আমীন বাবু প্রমুখ বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত আলোচনার পর শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব এবং ক্লোজআপ তারকা ঐশী। 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।