দেশকন্ঠ ডেস্ক : প্রতিবছরই কানের লালগালিচায় মুগ্ধতা ছাড়ান ভারতীয় তারকারা। এবারের আসরেও তার ব্যতিক্রম হচ্ছে না। এরইমধ্যে কানের লালগালিচা মাতিছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, এষা গুপ্তা, ম্রুনাল ঠাকুর, সারা আলী খান, ঊর্বশি রাউতেলা, ডায়ানা পেন্টির মতো তারকারা। সেই তালিকায় উৎসবে ৭ম দিন যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান।
অনেকটা ভিন্ন অবতারে লালগালিচায় হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন এই অভিনেত্রী। তার কালো পোশাক যেন আলো ছড়ালো কান উত্সবের লালগালিচায়। এদিন সন্ধ্যায় তিনি খোলাচুলে হাজির হন কালো রঙের অন্যরকম এক পোশাকে। এর সামনে ঝুলছিল বড় একটি কালো ফুল। তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক প্রজেক্ট ‘দ্য আই’ ছবির গ্রিক নির্মাতা ড্যাফনে শমন। এই সিনেমাটির প্রধান চরিত্রে রয়েছেন শ্রুতি হাসান। এরইমধ্যে সিনেমাটির শুটিংও শেষ হয়েছে।
জানা গেছে, মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই সিনেমাতে তাকে দেখা যাবে একজন বিধবার চরিত্রে। যে তার মৃত স্বামীর ছাই ছড়িয়ে দিতে একটি গ্রিক দ্বীপে ফিরে আসে। মূলত এই সিনেমাটির বিপণনের জন্যই এবার কানে পা রেখেছেন শ্রুতি হাসান। এছাড়াও তার হাতে রয়েছে বেশ কয়েকটি ইভেন্ট। লালগালিচা থেকে নেমেই তিনি অংশ নেন উত্সবের একটি গোলটেবিল সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে। ‘ব্রেকিং থ্রো আউট দ্য লেন্স’ শীর্ষক এই আয়োজনে সিনেমায় লিঙ্গবৈষম্যের বিষয়ে বক্তব্য রেখেছেন ৩৭ বছর বয়সী এই তারকা।
উত্তরণবার্তা/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।