• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:২৪    ঢাকা সময়: ২৩:২৪

লক্ষ্ণৌ উড়িয়ে ফাইনালের পথে মুম্বাই

দেশকন্ঠ প্রতিবেদন : ‌ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটর ম্যাচে জ্বলে উঠলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ পেসার আকাশ মাধওয়াল। তার দুর্দান্ত বোলিংয়ে কাবু লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। মার্কাস স্টইনিস ছাড়া দাঁড়াতে পারেননি দলটির আর কোনো ব্যাটার। ফলে ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০১ রানেই থেমেছে লোকেশ রাহুলের দল। তাতে ৮১ রানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে দলটি। এদিকে এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার মুম্বাই। চেন্নাইতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের।
 
স্কোরবোর্ডে ৩৮ রান তুলতেই দুই ওপেনার রোহিত ও ইশান কিশানের উইকেট হারায় দলটি। ১০ বলে ১১ রান আসে রোহিতের ব্যাটে। ইশান করেন ১২ বলে ১৫ রান। পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেট হারানোর পরের ৭ ওভার ক্যামেরন গ্রিন এবং সূর্যকুমার যাদবের ব্যাটে এগিয়ে যেতে থাকে মুম্বাই। তাদের অবশ্য অনেক দূর যেতে দেননি নাভিন উল হক। রোহিতের পর এই দুজনের উইকেটও নেন নাভিন। ২০ বলে ৩৩ রান করেন সূর্যকুমার। একই ওভারের শেষ বলে গ্রিন বোল্ড হয়ে ফিরে যান ২৩ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে। শেষদিকে তিলক ভার্মার ২২ বলে ২৬, টিম ডেভিডের ১৩ বলে ১৩ এবং ইমপ্যাক্ট প্লেয়ার নেহাল ওয়াধেরার ১২ বলে ২৩ রানের ক্যামিওতে লড়াই করার মতো পুঁজি পায় মুম্বাই।
 
লক্ষ্ণৌর হয়ে ৩৮ রান খরচায় চার উইকেট নেন নাভিন। ৩৪ রান খরচায় তিন উইকেট নেন যশ ঠাকুর। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লক্ষ্ণৌ। মাধওয়ালের তোপে এ দিন দাঁড়াতেই পারেনি দলটি। কেবল চারে নামা স্টইনিসের ব্যাটে আসে ২৭ বলে ৪০ রানের ইনিংস। অজি এই অলরাউন্ডার যখন রানআউট হয়ে ষষ্ঠ উইকেট হিসেবে বিদায় নেয়, তখন হার কেবল সময়ের ব্যাপার লক্ষ্ণৌর। দলটির ব্যাটারদের মধ্যে স্টইনিস ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ইমপ্যাক্ট প্লেয়ার কাইল মেয়ার্স (১৩ বলে ১৮) এবং দীপক হুডা (১৩ বলে ১৫)।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।