• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:১৪    ঢাকা সময়: ১৪:১৪

ফিনল্যান্ডে যুদ্ধ নিয়ে বক্তব্য ব্লিংকেনের

দেশকণ্ঠ ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন আগামী সপ্তাহে ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ডে যাচ্ছেন। সেখানে তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সমর্থনে বক্তব্য রাখবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার এ তথ্য জানিয়েছে।
 
অসলোয় পশ্চিমা জোটের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠক শেষে ব্লিংকেন ১ থেকে ২ জুন হেলসেংকি সফর করবেন। প্রথমে তিনি সুইডেন যাবেন। সুইডেনও ন্যাটোতে যোগ দেয়ার চেষ্টা করছে। এই তিন দেশের প্রধানমন্ত্রীর সাথে ব্লিংকেন সাক্ষাত করবেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার বলেছেন, হেলসিংকিতে ব্লিংকেন তার বক্তব্যে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের কৌশলগত ব্যর্থতার সকল দিক তুলে ধরবেন।
 
তিনি বলেন, ‘ব্লিংকেন একটি ন্যায্য ও টেকসই শান্তির জন্যে ইউক্রেনের অঞ্চলে তার প্রতিরক্ষা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আমাদের অব্যাহত সমর্থন প্রচেষ্টার একটি রূপরেখা তুলে ধরবেন।’
 
লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে জুলাইয়ে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নেয়া হবে অসলো বৈঠকে। ফিনল্যান্ড এপ্রিলে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিয়েছে। সুইডেন অপেক্ষায় আছে তুরস্ক ও হাঙ্গেরির অনুমোদনের। ব্লিংকেন সুইডেনের উত্তরাঞ্চলীয় লুলিয়া শহরে যাবেন। সেখানে তিনি ইউএস-ইইউ ট্রেড এন্ড টেকনোলজি কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন।
দেশকণ্ঠ/রাসু

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।