• রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৬:৫৮    ঢাকা সময়: ১৬:৫৮

ফিরছেন অ্যাম্বার হার্ড

  • বিনোদন       
  • ০৩ জুন, ২০২৩       
  • ১৩
  •       
  • ০০:২৫:১৬

দেশকন্ঠ  ডেস্ক  : অভিনেতা জনি ডেপের সঙ্গে মামলা হারার পর নিজেকে অনেকটাই আড়াল করে নিয়েছিলেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এরপর একমাত্র মেয়েকে নিয়ে স্পেনে নিজের আবাস গড়েন এই অভিনেত্রী। তখন থেকেই গুঞ্জন উঠে হলিউড ছেড়ে দিচ্ছেন অ্যাম্বার। যদিও কিছুদিন আগে স্পেনের রাস্তায় প্রথমবারের মতো দেখা মেলে তার। তবে এবার প্রথমবারের মতো মিডিয়ার সামনে এলেন তিনি।

এমনকি এখনই হলিউড ছাড়ার কোনো কারণ নেই বলেও জানান অ্যাম্বার। সেই সঙ্গে  এই মুহূর্তে স্পেনের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক পাপারাজির টিকটকে পোস্ট করা একটি নতুন ভিডিওতে স্পেনে বসবাস এবং হলিউডে নিজের চলমান প্রজেক্ট সম্পর্কে বলতে দেখা গেছে অ্যাম্বারকে।তিনি বলেন, আমি স্পেনকে অনেক ভালোবাসি। তবে হ্যাঁ, হলিউডে আমার কিছু প্রকল্প চলমান আছে। তাই আমার হলিউড ছাড়ার খবরটি নিছকই গুঞ্জন। আমি এগিয়ে যেতে চাই। এটাই জীবন।

প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলার বিচারে হারার মাত্র তিন মাস পর ২০২২ সালের সেপ্টেম্বরে হার্ড ইউরোপে যাত্রা করেন। সে সময় আদালত ডেপকে এক কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয় অ্যাম্বার হার্ডকে। যা অ্যাম্বারের জন্য খুব কঠিন ছিল। তাই মামলাটির রায়ের জন্য পুনরায় আপিল করেছিলেন অ্যাম্বার। নভেম্বরের শেষের দিকে আপিল করে ৬৮ পৃষ্ঠার একটি নথি জমা দিয়েছিলেন অ্যাম্বার। তবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না তারকার। তাই সেই আপিল তুলে নিয়ে স্পেনে স্থানান্তরিত হন এই তারকা।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।