• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৩৩    ঢাকা সময়: ১৩:৩৩

মিশিগান বাংলা প্রেস ক্লাবের সভাপতি চিন্ময় সম্পাদক হেলাল

দেশকন্ঠ প্রতিবেদন : ‌যুক্তরাষ্ট্রের মিশিগান বাংলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কণ্ঠভোটে আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য্য। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান হেলাল। রোববার (২৮ মে) রাতে ওয়ারেন শহরের একটি অফিসে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসময় ক্লাবটির ১৩ সদস্যের কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়। নতুন এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে সেলিম আহমেদ (এনটিভি) ও শামীম আহছান (দৈনিক খোয়াই), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তোফায়েল রেজা সোহেল (টিবিএন২৪ টেলিভিশন/ঢাকা পোস্ট), সাংগঠনিক সম্পাদক হিসেবে সাহেল আহমেদ (বাংলাভিশন), কোষাধ্যক্ষ হিসেবে আশিকুর রহমান (ডিবিসি টিভি/বাংলাদেশ প্রতিদিন), তথ্য ও প্রচার সম্পাদক হিসেবে সৈয়দ আসাদুজ্জামান সোহান (গ্লোবাল টিভি) নির্বাচিত হন। 
 
এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন সৈয়দ শাহেদুল হক (ঠিকানা), মোস্তফা কামাল (সুপ্রভাত মিশিগান), রফিকুল হাসান চৌধুরী তুহিন (জনকণ্ঠ), মৃদুল কান্তি সরকার (সুপ্রভাত মিশিগান) ও মুজিবুর রহমান শাহীন। এছাড়া সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন দেওয়ান কাউসার, সোলায়মান আল মাহমুদ, তাসনীয়া আলভী ও মাহফুজুর রহমান শাহীন। বিগত দিনের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য এবং একদম ঠিক সময়ে প্রেস ক্লাবের কমিটি উপহার দেওয়ায় সদ্য বিদায়ী সভাপতি সৈয়দ শাহেদুল হক ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালকে ধন্যবাদ জানান সবাই।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।