• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:০৪    ঢাকা সময়: ১৪:০৪
নিউইয়র্কে বাংলাদেশি তরুণকে গুলি

আরেক বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

দেশকণ্ঠ প্রতিবেদন : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এস্টোরিয়া এলাকায় বৈশাখী রেস্টুরেন্টে এক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। আরেক বাংলাদেশির গুলিতে তিনি আহত হন বলে অভিযোগ উঠেছে। জুন নিউইয়র্ক সিটির এস্টোরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
গুলিতে আহত সাব্বির আহমেদ বৈশাখী রেস্টুরেন্টের ব্যবস্থাপক। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ খুঁজছে এক বাংলাদেশিসহ দূর্বৃত্তদের। 
 
বৈশাখী রেস্টুরেন্টের কর্ণধার আবু তাহের বলেন, ৩ জুন শনিবার দুপুরের দিকে বৈশাখী রেস্টুরেন্টে সাব্বিরকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান এক বাংলাদেশি। ওই ব্যক্তি লাল হুডি ও মাস্ক পরে এসেছিলেন। তাৎক্ষণিকভাবে সাব্বিরকে উদ্ধার করে স্থানীয় এলমার্স্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর আশঙ্কামুক্ত হওয়ায়  ৩ জুন সন্ধ্যার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আবু তাহের আরও বলেন, গুলির শব্দ শুনে একজন ক্রেতা জরুরি সেবা ৯১১–এ কল করেন। পরে পুলিশ এসে তদন্তের স্বার্থে রোববার সকাল পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়।
 
নাম প্রকাশ না করার শর্তে বৈশাখী রেস্টুরেন্টের আরেকজন কর্ণধার বলেন, তাঁদের পাশের দোকানের এক ব্যক্তির সঙ্গে সাব্বিরের ব্যক্তিগত ঝামেলা ছিল। গত বুধবার বাংলাদেশি এক তরুণের নেতৃত্বে মেক্সিকান, তুর্কি, আফ্রিকানসহ কয়েকজন তরুণ দোকানে এসে সাব্বিরকে শাসানোর চেষ্টা করেন। এ সময় সাব্বিরসহ কয়েকজন মিলে তাঁদের মেরে তাড়িয়ে দেয়। এ কারণে গুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশকন্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।