দেশকণ্ঠ ডেস্ক : নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ উদ্বোধন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক ভাবে এ আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন। বইমেলার ৩২তম আসরটি নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আগামী ১৪ জুলাই শুরু হয়ে চলবে ১৭ জুলাই পর্যন্ত। এতে অংশ নিতে ইতিমধ্যেই কলকাতা ও বাংলাদেশের প্রথম সারির ২৫টি প্রকাশনী সংস্থা তালিকাবদ্ধ হয়েছে।
চারদিন ব্যাপী বইমেলা সফলভাবে বাস্তবায়ন করার জন্য আহবায়ক কমিটিকে গণমাধ্যমের সামনে পরিচয় করে দেওয়া হয় ৪জুন রবিবার দুপুর বেলা। জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বায়ক কমিটি ও মুক্তধারা ফাউন্ডেশন এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুক্তধারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহার সঞ্চালনায় পরিচিতি মূলক এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবারের বইমেলার আহ্বায়ক সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা ও লেখক ড. আবদূন নূর।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহিত্যিকরা এখানে এসে মিলবেন। বছরের পর বছর পরিক্রমায় বইমেলাটি আজ সবার। আমি বলব এটি আমাদের বইমেলা। আমাদের মানে সারা বিশ্বের সাহিত্যপ্রেমী সকল বাঙালির। বইমেলা বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, কথা সাহিত্যিক শাহাদুজ্জামান। কবি সুবোধ সরকার , কথা সাহিত্যিক আনিসুল হক এবং ত্রিদিব চট্টোপাধ্যায়।
এবারের বইমেলার অনুষ্ঠান প্রধান লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস ৪দিনের অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, এবার বইমেলা শোভাযাত্রায় বাংলা সাহিত্যের চন্ডীদাস থেকে শুরু করে বর্তমান সময়ের বিশ জন সাহিত্যিকের প্রতিকৃতি ও তাদের অনুরূপ সাজে সেজে আসবেন অনেকে। থাকবে চলচ্চিত্র ও নতুন বিষয় ও আঙ্গিকে সেমিনার ও সিম্পোজিয়াম। তরুণ প্রজন্মের জন্য পুরো একটি দিন।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা জানান, এবারও বইমেলায় মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য তিন হাজার মার্কিন ডলার। গত বছর এই পুরস্কারটি পেয়েছেন গবেষক ও লেখক অধ্যাপক গোলাম মুরশিদ। মেলায় অভিবাসী নতুন লেখকদের প্রকাশিত গ্রন্থ থেকে ‘শহীদ কাদরী গ্রন্থ পুরস্কার ২০২৩’ দেওয়া হবে। এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থা থেকে শ্রেষ্ঠ প্রকাশনা সংস্থাকে চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশনা সংস্থা পুরস্কার দেওয়া হবে।
মুক্তধারা ফাউন্ডেশনের বিদায়ী চেয়ারপারস সাহিত্যিক ফেরদৌস সাজেদীন, ভাইস চেয়ারপারসন সউদ চৌধুরী, কবি ও লেখক রানু ফেরদৌস, ড. ওবায়দুল্লাহ মামুন, সেমন্তী ওয়াহেদ এ সাবিনা হাই উর্বি বইমেলার বিভিন্ন দিক সবার সামনে উপস্থাপন করেন।
দেশকণ্ঠ/আসো