• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০০:৫১    ঢাকা সময়: ১০:৫১

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

  • শিক্ষা       
  • ১০ জুন, ২০২৩       
  • ৪৮
  •       
  • ২২:৩২:১৫

দেশকন্ঠ   ডেস্ক  : শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে প্রত্যেকটি স্কুলে স্থাপন করা হয়েছে ডিজিটাল হাজিরা মেশিন। প্রতিবন্ধীদেরও নিয়ে আসা হয়েছে শিক্ষার আওতায়। নিরাপত্তার জন্য ২১টি বিদ্যালয়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট)। শিক্ষার্থীরা নিজ হাতে বিদ্যালয় আঙিনায় পুষ্টি বাগানে বিভিন্ন ধরণের সবজির চাষ করছে। প্রতি চার মাস পর পর মূল্যায়ন ও ভালো কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে। যশোরের বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এরকম বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন উপজেলা কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। তার নেয়া পরিকল্পনায় এখানকার প্রাথমিকের শিক্ষার মান্নোয়ন হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে।

গত ৮ জুন প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ১০২টি বিদ্যালয়ে সিসি ক্যামেরার জন্য সিমকার্ড দেয়া হয়। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও তাদের অভিভাবকদের সংবর্ধনা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়। জাতীয় শিক্ষা পদক উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, উত্তম চর্চায় (শিক্ষকদের আগমন প্রস্থান, শিশুদের নৈতিকতা শেখানো, স্কুলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখাসহ শিক্ষা কার্যক্রম বজায় রাখা ইত্যাদি) বিশেষ অবদান রাখায় ৫টি বিদ্যালয়কে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান জানান, বাঘারপাড়ায় যোগদানের পর থেকেই শিক্ষার গুণগত মান উন্নয়নের দিকে নজর দিয়েছি ।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।