• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৩:১৯    ঢাকা সময়: ২৩:১৯

বরিশাল-খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করল ইসলামী আন্দোলন

দেশকন্ঠ প্রতিবেদন : হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আসন্ন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন বয়কট ঘোষণা করা হয়েছে। সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। রেজাউল করিম বলেন, প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। পাশাপাশি প্রশাসনে যারা দায়িত্ব পালন করেন তারা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য যারা নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকেও একই আশ্বাস দিয়েছিল। 
 
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সরকার নিবন্ধিত একটি সুশৃঙ্খল, আদর্শবাহী রাজনৈতিক দল। আমরা নিয়মতান্ত্রিকভাবে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচনে অংশ নিয়ে আসছিলাম। নির্বাচন নিয়ে সরকারকে বারবার সতর্ক করার পরও তারা তাদের চরিত্র থেকে ফিরে আসেনি। যার প্রমাণ আমার ভাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর দুই দফায় নির্বাচনচলাকালে হামলা করা হয়েছে। আমরা এ ঘটনার ধিক্কার ও নিন্দা জানাই। এই ঘটনার প্রতিবাদে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। মুফতি রেজাউল করিম বলেন, আমরা এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নিব না। সংবাদ সম্মেলনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।