• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৩৯    ঢাকা সময়: ১৩:৩৯

টি-স্পোর্টস ও গাজী টিভিতে দেখাবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

দেশকন্ঠ প্রতিবেদন : সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করেনি। তবে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি দেখা যাবে একাধিক চ্যানেলে, এমনকি অনলাইনেও দেখা যাবে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-স্পোর্টস ও গাজী টিভি (জিটিভি) সরাসরি সম্প্রচার করবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি। ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে এই ম্যাচ।
 
টেলিভিশন চ্যানেলের পাশাপাশি দর্শকরা উপভোগ করতে পারবে ডিজিটাল প্লাটফর্ম র‍্যাবিটহোল অ্যাপ ও এর ওয়েবসাইটে। আর আফগানিস্তানের দশর্করা সবক’টি ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছেন আরটিএ স্পোর্টসে। ভারত, যুক্তরাজ্য ও আফগানিস্তান ব্যতীত বাকি সব দেশ র‍্যাবিটহোলবিডি স্পোর্টস ইউটিউব চ্যানেলে ম্যাচগুলো দেখার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি- একমাত্র টেস্ট- ১৪ জুন, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (সকাল ১০- বিকাল ৫)।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।