• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২৩:২৮    ঢাকা সময়: ০৯:২৮

বিম্সটেক বিজনেস কনক্লেভ অনুষ্ঠানে যোগ দিচ্ছে ডিসিসিআই প্রতিনিধিদল

  • বাণিজ্য       
  • ১২ জুন, ২০২৩       
  • ৪৪
  •       
  • ০০:৪০:২৬

দেশকন্ঠ প্রতিবেদক : পশ্চিমবঙ্গের কলকাতায় আগামী ১৩ থেকে ১৫ জুন ‘বিম্সটেক বিজনেস কনক্লেভ’ অনুষ্ঠিত হবে। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসি) বিজনেস কনক্লেভের আয়োজন করছে। সেখানে যোগদানের উদ্দেশ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল আজ  ঢাকা ত্যাগ করেছে। বিম্সটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনোমিক কোঅপারেশন) অঞ্চলের দেশগুলোতে প্রায় ১ দশমিক ৬৭ বিলিয়ন লোকের বসবাস এবং দেশগুলোর মোট জিডিপির পরিমাণ ২ দশমিক ৮৮ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিনিয়োগকারিদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। ভৌগোলিক অবস্থানের নৈকট্য ও সংস্কৃৃতির সাদৃশ্যতা থাকা সত্ত্বেও এ অঞ্চলে আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ আশানুরূপভাবে সম্প্রসারিত হয়নি। বিম্সটেক অঞ্চলের দেশসমূহের মধ্যকার আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ ত্বরান্বিত এবং সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে একটি কার্যকর ভ্যালু চেইন প্রক্রিয়ার উন্নয়নের উপায় অনুসন্ধান বিজনেস কনক্লেভের আলোচনায় গুরুত্ব পাবে।

তিন দিনব্যাপী বিজনেস কনক্লেভের উদ্বোধনী সেশনে ‘বঙ্গোপসাগর অঞ্চলের দেশসমূহের টেকসই অর্থনৈতিক উন্নয়ন; বিম্সটেকের ২৫ বছর পূর্তি” বিষয়ের উপর আলোকপাত করা হবে। এছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা,কৃষি ও খাদ্য নিরাপত্তা, অবকাঠামো, লজিস্টিক ও যোগাযোগ, স্বাস্থ্যসেবা, টেকসই পর্যটন, নারী উদ্যোক্তা উন্নয়ন, টেক্সটাইল ও তৈরি পোষাক, ব্যাংকিং ও ফিন্যান্স, ডিজিটাল কানেক্টিভিটি, স্টার্ট-আপ, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা প্রভৃতি বিষয়ের উপর বেশ কয়েকটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে। ঢাকা চেম্বারের প্রতিনিধিদলের সদস্যবৃন্দ কনক্লেভের বিষয়ভিত্তিক সেশনসমূহ, বি ট ুবি ম্যাচ-মেকিং এবং এক্সিবিশনে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে ক্রস বর্ডার বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হওয়া সম্ভাবনা রয়েছে।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।