• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:২৫    ঢাকা সময়: ১৫:২৫

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক হচ্ছেন বাংলাদেশি নুসরাত চৌধুরী

দেশকণ্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হচ্ছেন বাংলাদেশি নুসরাত চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত চৌধুরীর (৪৪) যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক পদে নিয়োগ পাওয়ার বিষয়টি বার্তাসংস্থা রয়টার্স নিশ্চিত করেছে। তাদের সুত্র জানায়, নিয়োগ নিশ্চিত হলে মার্কিন বিচার বিভাগে নুসরাত চৌধুরীই প্রথম বাংলাদেশি আমেরিকান ও দ্বিতীয় মুসলিম বিচারক হবেন।
 
স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিন নারীর নাম সুপারিশ করে পাঠিয়েছেন। নুসরাতের সঙ্গে নিয়োগ পাওয়া অন্য দুই নারী হলেন জ্যাসিকা ক্লার্ক ও নিনা মরিসন। তাদের তিন জনকে নিউইয়র্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে ফেডারেল বিচারক হিসেবে কাজ করার সুপারিশ করেছেন চাক শুমার।
 
তাদের মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম নাগরিক অধিকার বিষয়ক সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় রাজ্য শাখার আইনবিষয়ক পরিচালক নুসরাত চৌধুরীকে (৪৪) নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতের জন্যে সুপারিশ করা হয়েছে। তিনি ২০০৮ সাল থেকে জাতীয় এসিএলইউতে কাজ করেছেন। এসিএলইউর রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এক বিবৃতিতে শুমার বলেন, 'এই তিন বৈচিত্র্যময় ও অবিশ্বাস্য রকমের প্রতিভাবান নারী নাগরিক অধিকার, ন্যায্য আবাসন, ফৌজদারি বিচার সংস্কার ও আরও অনেক বিষয়ে ফেডারেল বেঞ্চে তাদের অসাধারণ দক্ষতা নিয়ে আসবেন।'
 
রয়টার্স জানায়, চাক শুমার মার্কিন সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট ও নিউইয়র্কের সিনিয়র সিনেটর। বাইডেন অধিকাংশ ক্ষেত্রেই তার সুপারিশের অনুমোদন দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বেঞ্চে নিয়োগের জন্য আটজন বিচারক মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মনোনয়ন পাওয়া আটজনের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম নারী রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত বুধবার ফেডারেল জাজ হিসেবে নতুন আট বিচারককে মনোনয়ন দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
নতুন ফেডারেল জাজ হিসেবে মনোনয়ন পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নারীর নাম নুসরাত চৌধুরী। তিনি বর্তমানে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) অব ইলিনয় অঙ্গরাজ্যের আইনবিষয়ক পরিচালক পদে কর্মরত। এসিএলইউতে ২০০৮ সাল থেকে কাজ করছেন নুসরাত। তিনি নিউইয়র্কের এসিএলইউতেও কাজ করেছেন। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টে ফেডারেল জাজ হিসেবে দায়িত্ব পালনের জন্য নুসরাতকে মনোনয়ন দিয়েছেন বাইডেন। নুসরাতের মনোনয়ন সিনেট অনুমোদন করলে তিনি হবেন দেশটিতে ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি আমেরিকান।
 
একই সঙ্গে নুসরাত হবেন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম মুসলিম নারী। আর মুসলিম ব্যক্তি হিসেবে নুসরাত হবেন দেশটির দ্বিতীয় ফেডারেল বিচারক। প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে দেশটিতে ফেডারেল জাজ হয়েছেন জাহিদ কোরেশি। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান। এক বছর আগে ক্ষমতায় আসার পর বাইডেন এখন পর্যন্ত ১৩ বারের মতো বিচারক মনোনয়ন দিলেন। সবশেষ ৮ জনকে নিয়ে তিনি মোট ৮৩ জন বিচারককে মনোনয়ন দিয়েছেন। তার মনোনয়ন পাওয়া বিচারকদের মধ্যে অনেক নারী ও কৃষ্ণাঙ্গ রয়েছেন। নতুন মনোনয়ন দেওয়া আট বিচারকের মধ্যে সাতজনই নারী।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।