• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৪:৫৯    ঢাকা সময়: ০০:৫৯

ভোলা থেকে ঢাকায় এসে মৃত

দেশকন্ঠ প্রতিবেদন : ‌ঢাকায় চাকরির ইন্টারভিউ দিয়ে লঞ্চে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রিফাত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। রিফাতকে উদ্ধার করে নিয়ে আসা লঞ্চের যাত্রী ইসমাইল বলেন, লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পড়লে লঞ্চ কর্তৃপক্ষ তাকে মুন্সীগঞ্জ এলাকার একটি ঘাটে নামিয়ে দেয়। সেখান থেকে আমি তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। পরে সদর হাসপাতাল থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
তিনি আরও বলেন, আজ সকালে ভোলা থেকে তিনি ঢাকায় এসেছিলেন একটি ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ শেষে রিফাত লঞ্চে করে তার গ্রামের বাড়ি ভোলা ফিরছিলেন। পথে অজ্ঞাত কারো দেওয়া খাবার খেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। তার গ্রামের বাড়ি ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়ায়। তিনি ওই এলাকার মো. শামসুদ্দিনের ছেলে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।